আসবে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান, হবে জাদুঘর

কিংবদন্তী সংগীত তারকা আইয়ুব বাচ্চু

পাঁচ বছর! হ্যা পাঁচ বছর হলো দেশের সংগীতাঙ্গন থেকে চিরতরে বিদায় নিয়েছেন কিংবদন্তী তারকা আইয়ুব বাচ্চু। সংগীতপ্রেমীদের কাছে তিনি রকস্টার। যার কথা সুর, কন্ঠ এবং গিটারের ঝংকার একেকটা ইতিহাস যেন। 

১৮ অক্টোবর তার মৃত্যুদিন।

দিনটি বিষাদের। তবে সেই বিষাদ ডিঙিয়ে পাওয়া গেলো কিছু সুখবর। যেটা হয়ত আইয়ুব বাচ্চুকে বাঁচিয়ে রাখবে সবার মাঝে। কারণ তাকে ঘিরে তার পরিবার নিয়েছে বেশ কিছু উদ্যোগ।

বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিকের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন হবে বলে জানা গেছে। আজ এসব নিয়ে একটা চুক্তিও স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছেন আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আইয়ুব চন্দনা। 

তিনি চুক্তির বিষয়টি নিশ্চিত করে কালের কন্ঠকে বলেন, আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন ও এশিয়াটিক-এর সঙ্গে আজ একটি সমঝোতা চুক্তি হয়েছে। এটার মাধ্যমে আমরা আইয়ুব বাচ্চুর নামে কনসার্ট থেকে শুরু করে তার অপ্রকাশিত গানগুলো প্রকাশের উদ্যোগ নেয়া হবে।

সারাবছর ব্যাপী এই আয়োজন চলবে। আপনারা সব আস্তে আস্তে জানতে পারবেন।’

তিনি জানান, প্রায় ২০০টি গান প্রস্তুত করে রেখে গেছেন আইয়ুব বাচ্চু। সেগুলোও এক এক করে প্রকাশ করবেন। তার কিছু গান নতুন আয়োজনে, তরুণ শিল্পীদের কণ্ঠেও প্রকাশ করা হবে।

এছাড়া আইয়ুব বাচ্চুর নামে একটি জাদুঘরও করার পরিকল্পনা রয়েছে। যেখানে থাকবে তার সংগৃহীত প্রায় অর্ধশতাধিক গিটার এবং ব্যাবহৃত সামগ্রী। 

জানা যায়, আগামীতে যদি কেউ আইয়ুব বাচ্চুর সৃষ্ট গান কিংবা ব্যান্ড ‘এলআরবি’র কোনও গান প্রচার অথবা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে চায়, তাহলে তাকে এবি কিচেন এবং এশিয়াটিক দুটি প্রতিষ্ঠানেরই অনুমোদন নিতে হবে।

LEAVE A REPLY