উরুগুয়ের কাছে হারল বিবর্ণ ব্রাজিল

পুরো ম্যাচেই আক্রমণে ছন্নছাড়া, বিবর্ণতার ছাপ। ছিল না গোছালো আক্রমণ। ফরোয়ার্ডদের ব্যর্থতার দিনে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে প্রথম হারের স্বাদও পেতে হয়েছে ব্রাজিলকে। দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ের কাছে হেরেছে ২-০ ব্যবধানে।

উরুগুয়ের হয়ে গোল করেছেন দারউইন নুনিয়েজ ও নিকলাস ডি ক্রুজ। দীর্ঘ ২২ বছরের অপেক্ষা ঘুচিয়ে সেলেসাওদের বিপক্ষে জয় পেল তারা।

আগের ম্যাচ ভেনিজুয়েলার সঙ্গে ড্র করায় উরুগুয়ের বিপক্ষে জয়ের ধারায় ফেরার লক্ষ্য ঠিক করেছিল ব্রাজিল। কিন্তু প্রতিপক্ষের মাঠে বড় ধাক্কা খেল সেলেসাওরা।

উরুগুয়ের মাঠে অবশ্য বলের দখল ছিল নেইমারদের পায়েই। এ দিন গ্যাব্রিয়েল জেসুসকে সামনে রেখে তার ঠিক পেছনে খেলেছেন নেইমার-রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র ত্রয়ী। কিন্তু আক্রমণে তেমন প্রভাব ফেলতে পারেননি তারা। প্রথমার্ধে গোলের উদ্দেশে কোনো শটই নিতে পারেনি ব্রাজিল।

আর পুরো ম্যাচে অন টার্গেট শট মাত্র একটি। 

বল দখলে পিছিয়ে থাকলেও প্রথম আক্রমণেই গোল পেয়ে যায় উরুগুয়ে। ৪২ মিনিটে দারউন নুনিয়েজ গোল করলে লিড পায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বাঁ প্রান্ত থেকে ম্যাক্সিমিলানো আরোহোর দারুণ ক্রসে হেডে লক্ষ্য ভেদ করেন লিভারপুলের এই ফরোয়ার্ড।
মধ্যবিরতিতে যাওয়ার আগে পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়েন নেইমার।

এতে বিপদ আরো বাড়ে ব্রাজিলের। চোট এতটাই গুরুতর যে মাঠ ছাড়ার সময় কান্না করতে দেখা যায় নেইমারকে। তাঁর বদলি হিসেবে নামেন রিচার্লিসন।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় ব্রাজিল। ৬৯ মিনিটে ফ্রিকিকে রদ্রিগোর প্রচেষ্টা ক্রসবারে প্রতিহত হয়। এতে সমতায় ফেরা হয়নি তাদের। উলটো ৭৭ মিনিটে দুই গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। উরুগুয়ের লিড বাড়ান নিকোলা ডি ক্রুজ। এই গোলেই ম্যাচ থেকে ছিটকে পড়ে সেলেসাওরা।

টানা দুই ম্যাচে পাঁচ পয়েন্ট হারানোয় আর্জেন্টিনার চেয়ে বেশ পিছিয়ে পড়ল ব্রাজিল। চার ম্যাচে দুই জয়, একটি করে হার ও ড্র’তে ব্রাজিলের পয়েন্ট সাত, আছে তালিকার তিনে। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে। আজ পেরুকে হারাতে পারলে ব্রাজিলের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে যাবে লিওনেল মেসিরা।

LEAVE A REPLY