ইতিহাস গড়া জয় আরো চায় নেদারল্যান্ডস

দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে বড় দলগুলোকে অন্য রকম বার্তাই দিয়ে রেখেছে নেদারল্যান্ডস।

বিশ্বকাপ শুরুর আগে নেদারল্যান্ডস জানিয়ে দেয়, শুধু অংশগ্রহণ নয়, বড় আশা নিয়েই তারা বিশ্বকাপ খেলতে এসেছে। সেরা চার দলের একটি হতে চায় তারা। ডাচদের সেই আশা পূরণ সাদা চোখে কঠিনই। তবে গতকাল তারা যে ইতিহাস গড়েছে, সেটাও বা কম কিসে।

দক্ষিণ আফ্রিকাকে গতকাল ৩৮ রানে হারিয়ে বড় দলগুলোকে অন্য রকম বার্তাই দিয়ে রেখেছে নেদারল্যান্ডস। ডাচদের ক্রিকেট ইতিহাসে এমন রাত খুব একটা নেই। ম্যাচ শেষে অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেছেন, ‘আমরা দারুণ গর্বিত। অনেক প্রত্যাশা নিয়ে বিশ্বকাপে এসেছি এবার।

অনেক ভালো খেলছিলাম,  বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে। তবে আমরা জানি বাকি ৯টি দলও অনেক ভালো। প্রথম জয়টি পেয়ে রোমাঞ্চিত, আশা করি আরও জয় আসবে।’

প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডস হার মেনেছে মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতায়।

গতকাল ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তেমনই হতে যাচ্ছিল। ১১২ রানে তুলতে তারা হারায় ৬ উইকেট। তারপর সাতে নেমে অধিনায়ক এডওয়ার্ডস খেলেন ৬৯ বলে ৭৮ রানের অসাধারণ এক ইনিংস।

বৃষ্টি বাগড়া দেওয়ার ম্যাচে ৪৩ ওভারে নেদারল্যান্ডস তোলে ২৪৫ রান। এতেই চাপে পড়ে যায় প্রোটিয়ারা।

শেষ পর্যন্ত তারা অলআউট হয়েছে ২০৭ রানে। প্রোটিয়াদের নিয়ে ম্যাচের আগে ভালোই হোমওয়ার্ক করেছেন জানিয়ে ডাচ অধিনায়ক এডওয়ার্ড বলেছেন, ‘সব দলই এখন এমন করে, আমরাও গবেষণা করেছি তাদের নিয়ে। তাদের সঙ্গে আগেও খেলেছি, যেটিও কাজে দিয়েছে। আমাদের ম্যাচআপ কখনো কাজ করে, কখনো করে না। ভালো লাগছে আজ কাজে এসেছে।’

LEAVE A REPLY