কোহলির চোখে সাকিব, সাকিবের চোখে কোহলি

সাকিব আল হাসান ও বিরাট কোহলি। ছবিঃ সংগৃহীত

দুজনেই দুই দলের সবচেয়ে বড় তারকা। বাংলাদেশ দলের জন্য সাকিব আল হাসান যেমন, ভারতীয় দলের জন্য বিরাট কোহলিও তা-ই। দুজনেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পছন্দ করেন। ভক্ত-সমর্থকদের মুখে তো সব সময় দুজনের অনেক প্রশংসাই শোনা যায়।

 তা তাঁরা একজনের চোখে আরেকজন কেমন? জানতে নিশ্চয়ই ইচ্ছে করে!

বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচ সামনে রেখে ভারতীয় টিভি চ্যানেল স্টার স্পোর্টস দুজনের ভক্ত-সমর্থকদের সেই জানার সুযোগ করে দিয়েছে। চ্যানেলটির একটি প্রমোশনাল ভিডিওতে সাকিবকে নিয়ে কোহলি তাঁর মতামত দিয়েছেন। কোহলির মতে, ‘সে (সাকিব) অনেক অভিজ্ঞ ক্রিকেটার। তার বিপক্ষে আমি অনেক খেলেছি।

তার নিয়ন্ত্রণ দারুণ। অনেক অভিজ্ঞ বোলার সে।’

ব্যাটারকে বিভ্রান্ত করতে পারা সাকিবের বোলিংয়ের অন্যতম শক্তি। কোহলিও সেটাই মনে করিয়ে দিয়েছেন, ‘নতুন বলে সে দারুণ বোলিং করে থাকে।

ব্যাটারকে বিভ্রান্ত করতে পারে। খুবই ইকোনোমিক্যাল বোলিং করে সে। সব বোলারের বিপক্ষে নিজের সেরা খেলাটা খেলতে হয়। যদি না পারেন তাহলে চাপে ফেলবে এবং আপনাকে আউট করার সুযোগ বেড়ে যাবে।’

অন্যদিকে কোহলিকে আধুনিকে ক্রিকেটের সেরা ব্যাটার মনে করেন সাকিব।

ভারতীয় তারকাকে নিয়ে সাকিবের মত, ‘সে (কোহলি) বিশেষ একজন ক্রিকেটার। সম্ভবত আধুনিক ক্রিকেটের সেরা ব্যাটার সে। আমি ভাগ্যবান তাকে ৫ বার আউট করতে পেরে। যদি তার উইকেট পাই তাহলে দারুণ ব্যাপার হবে।’
আগামীকাল সাকিবের সামনে সেই সুযোগ থাকছে। এদিন বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে পুনেতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সাকিব নিশ্চয়ই আরেকবার কোহলিকে আউট করার সুযোগ হাতছাড়া করতে চাইবেন না!

LEAVE A REPLY