হামাসের সঙ্গে হাত মেলাচ্ছে পশ্চিম তীর

ইসরাইল-হামাস যুদ্ধে ফিলিস্তিনের গাজা উপত্যকা ও পশ্চিম তীর এক হচ্ছে। ২০০৫ সাল থেকে দ্বন্দ্বে কারণে এই দুইয়ের মধ্যে যোগাযোগের মাত্রা ছিল না বললেই চলে। 

নেতৃত্বের পর্যায়ে যোগাযোগ সীমাবদ্ধ থাকলেও পশ্চিম তীরের শহর রামাল্লার জনগণ এবং যারা গাজায় বসবাস করেন তাদের মধ্যে সবসময়ই একটি সংযোগ অব্যাহত ছিল। রামাল্লার জনগণ গাজার রাজনৈতিক সংগঠন হামাসের সঙ্গে এক্যবদ্ধ হতে প্রস্তুত। 

ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস মাহমুদ বলেন, আমরা গাজায় এখন যা ঘটছে তার বিরুদ্ধে রামাল্লার জনগণকে সংগঠিত হতে দেখছি। 

যুক্তরাষ্ট্রের রাটগার্স ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক আবদেল হামিদ আবদেল জাবের বলেছেন, আব্বাসের অনেক আগেই তার জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো উচিত ছিল।

LEAVE A REPLY