ওটিটিতে নাম লেখালেন নিভিন পৌলি

নিভিন পৌলি

ভারতীয় চলচ্চিত্র অভিনেতা নিভিন পৌলি। ২০১০ সালে ‘মালারভাদি আর্ট ক্লাব’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে মালায়লাম চলচ্চিত্রে প্রবেশ করেন। পরে তিনি ‘তাত্তাথিন মারায়াথু’, ‘কায়ামকুলাম কছুন্নি’, ‘ব্যাঙ্গোলোর ডেজ’ ও ‘প্রেমাম’-এর মতো সিনেমার জন্য জনপ্রিয় হয়েছেন মালায়লাম ইন্ডাস্ট্রিতে। 

বড় পর্দা কাঁপিয়ে এবার ওটিটির পর্দায় আসতে চলেছেন নিভিন।

অভিনেতা ডিজনি+ হটস্টার সিরিজ ‘ফার্মা’র মাধ্যমে ওটিটির জগতে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। বুধবার স্ট্রিমিং প্ল্যাটফরমটি এই ঘোষণা দিয়েছে। এই সিরিজটি  ‘ফাইনালস’ এবং ‘রামপুনথানাভারুথি’ সিনেমার পরিচালক পি আর অরুণ পরিচালনা করেছেন। এটি প্রযোজনা করেছে মুভি মিল।

একটি বিবৃতিতে নিভিন বলেছেন, ‘ফার্মার অংশ হতে পেরে এবং প্রকৃত অর্থে এটি তৈরি করে সত্যিই উচ্ছ্বসিত আমি। আমি মনে করি এটি এমন একটি গল্প, যা অবশ্যই বলা এবং শেয়ার করা উচিত।’  

1

সিরিজটির পরিচালক পি আর অরুণ বলেছেন, “হাজার সত্য গল্পে অনুপ্রাণিত হয়ে ‘ফার্মা’ নির্মাণ করেছি। এটি আমার জীবন ও মনের খুব কাছের একটি গল্প।

ফার্মাতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা রাজিত কাপুর। এক দশক পর মালায়লাম ইন্ডাস্ট্রিতে ফিরছেন তিনি। কাপুর বলেছেন, ‘অগ্নিসাক্ষী’তে আমার অভিনয়ের ২৫ বছর পূর্ণ হয়েছে। এরই মধ্যে  ‘ফার্মা’তে যোগ দিতে পেরে উত্তেজিত। পি আর অরুণ এবং কেরালার মতো প্রতিভাবান দলের সাথে কাজ করতে আমি খুব আগ্রহী।

প্রযোজক ভালোভাবে প্রস্তুত এবং তাদের ওপর আমার বিশ্বাস আছে।’

‘ফার্মা’র দলে চিত্রগ্রাহক হিসেবে রয়েছেন অভিনন্দন রামানুজাম, সংগীত পরিচালনা করবেন জেকস বেজয়। সম্পাদনায় রয়েছেন শ্রীজিৎ সারাং।

সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

LEAVE A REPLY