ফাইনালি ব্যাটে-বলে মেলাতে পারলাম

নাবিলা ইসলাম

অবশেষে চলচ্চিত্রে নাম লেখালেন?

হ্যাঁ। প্রশ্নবাণে জর্জরিত হয়েছি অনেক—কবে চলচ্চিত্রে নাম লেখাবেন? কেমন চলচ্চিত্র করতে ইচ্ছুক? একটা কথাই বলতাম, ব্যাটে-বলে মিললে করব। এই ব্যাটে-বলে মেলার জন্য কত বিচার-বিশ্লেষণ করতে হয়! ফাইনালি ব্যাটে-বলে মেলাতে পারলাম। এমন একটা গল্প পেলাম, যেখানে খুবই উচ্ছ্বাস নিয়ে অভিনয় করতে পারছি।

মাস তিনেক আগে প্রস্তাব আসে। গল্প, চরিত্র, সহশিল্পী—সব মিলিয়ে আমার জন্য একেবারে সোনায় সোহাগা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার রচিত সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি।

ছবিতে আপনাকে কেমন অবতারে দেখা যাবে?

আশির দশকের গল্প।

ছবিতে আমি উপাচার্য ড. শিরীণ আখতারের চরিত্রেই অভিনয় করেছি। উনি ভীষণভাবে আমাকে সাহায্য করছেন। প্রস্তুতির সময় তিনি নিজের মুখে গল্পটা বলেছেন। প্রথম দিন শুটিংয়ে থেকে মনিটরে দেখেছেন আমি তাঁর মতো হয়ে উঠতে পারছি কি না।

গল্পের সময়কালে তিনি যে শাড়ি পরেছিলেন, আমাকে সেসব দিয়েছেন, ওই সময়ে তিনি কিভাবে সাজতেন সেটাও আমাকে বলেছেন। একদম তাঁর মতো করেই আমাকে পর্দায় উপস্থাপন করতে সাহায্য করছেন।

শুটিং তো আপনার জন্ম শহর চট্টগ্রামে শুরু হয়েছে?

হ্যাঁ, শহরের ঈদগাহ এলাকায় প্রথম দিনের শুটিং করেছি। মুক্তিযুদ্ধের পটভূমির এই চলচ্চিত্রের প্রেক্ষাপট চট্টগ্রামকেন্দ্রিক। পুরো শুটিংও হচ্ছে চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে।

সব মিলিয়ে আমার মধ্যে বেশ এক্সাইটমেন্ট কাজ করছে। এখন চট্টগ্রামে আছি। প্রথম লটে আমার অংশের শুটিং শেষ। বাকিদের আরো কয়েক দিন ধরে শুটিং চলবে। নভেম্বরে দ্বিতীয় লটের শুটিং হওয়ার কথা রয়েছে।

সহশিল্পী হিসেবে পেয়েছেন ফেরদৌসকে। তাঁর সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা কেমন?

‘হঠাৎ বৃষ্টি’ দেখেই ভাইয়ার ভক্ত। তবে কখনো একসঙ্গে অভিনয় করা হয়নি। একই জগতের মানুষ বলে টুকটাক দেখা হয়েছে। ভাবিনি কখনো তাঁর সঙ্গে বড় পর্দায় অভিনয়ের সুযোগ পাব। তাঁর মতো একজন সহশিল্পীকে জীবনের প্রথম ছবিতে পাওয়াটা ভীষণ ভালো লাগার। তিনি খুব ঠাণ্ডা মাথার একজন মানুষ। এত সুন্দর করে সব কিছু হ্যান্ডল করেন! আমাদের অনেক কিছু শেখার আছে তাঁর কাছ থেকে। তা ছাড়া মুক্তিযুদ্ধের ওপর তৈরি অনেক ছবিতে অভিনয় করেছেন তিনি।

ইদানীং টিভি নাটকে আপনাকে কম পাওয়া যাচ্ছে…

অনেক দিন ধরে কাজ করলে একটা সময়ে এসে সবাই হয়তো একটু চুজি হয়ে ওঠে। আমিও ব্যতিক্রম নই। এভাবেই হয়তো কাজের সংখ্যা কমেছে। মাঝখানে ওয়েবেও কাজ করেছি। নাটকে যে অভিনয় একেবারে করব না, এমন নয়। সামনেও কিছু নাটকের শুটিং আছে।

LEAVE A REPLY