আগের দিন করানো এমআরআই স্ক্যানের রিপোর্ট ফিজিওর চলে এসেছে নিশ্চিতভাবেই। আজ ভারতের বিপক্ষে সাকিব আল হাসান খেলছেন কি না, সেই সিদ্ধান্তুও এতক্ষণে চূড়ান্ত হয়ে যাওয়ার কথা। তবে এসবের কিছুই জানাতে আগ্রহী হলেন না বাংলাদেশ দলের ম্যানেজার রাবীদ ইমাম। ফোনে যতক্ষণে তাঁর সঙ্গে কথা হচ্ছে, ততক্ষণে হোটেল ছেড়ে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামের পথে রওনা হয়ে গেছে বাংলাদেশ দল।
স্ক্যান রিপোর্ট নিয়ে কিছু না বললেও ম্যানেজার যা বলেছেন, তাতে সাকিবের খেলার সম্ভাবনা উজ্জ্বল বলেই মনে হতে পারে, ‘সাকিব তো হোটেল থেকে পুরোপুরি প্রস্তুত হয়েই রওনা হয়েছে। এখন দেখা যাক, মাঠে যাই আগে।’ এমনিতে ম্যাচের এক দিন আগে পুরোদমে ব্যাটিং অনুশীলন করা বাংলাদেশ অধিনায়ক নিজেও যে এই ম্যাচটি খেলতে আগ্রহী, সে কথা আগেই জানিয়েছিলেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ। তবে ম্যাচের আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তাঁর খেলার সম্ভাবনায় সংশয় ঝুলিয়ে দেন হেড কোচ চন্দিকা হাতুরাসিংহে।
কেউ কেউ অবশ্য মনে করছেন, শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিপক্ষকে অন্ধকারে রাখার ভাবনা থেকেই ওরকম কথা বলে থাকতে পারেন এই শ্রীলঙ্কান কোচ।