ফিফটি করে ফিরলেন তানজিদ

ক্যারিয়ারের নবম ওয়ানডেতে এসে ভালো শুরু পান তানজিদ হাসান। পুনেতে ভারতের বিপক্ষে আজ শুরুটা ধীরে করলেও পরে হাত খুলে খেলেন এই ওপেনার। ৪১ বলে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নেন তিনি। তবে এরপর আর টানতে পারেননি ইনিংসটাকে।

১৫তম ওভারে কুলদীপ যাদবকে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন তানজিদ। ফেরেন ৫১ রান করে। ৪৩ বলের ইনিংসে ৫টি চার ও ৩টি ছয় মারেন এই বাঁহাতি।

যদিও আগেই আউট হতে পারতেন।

ইনিংসের পঞ্চম ওভারে ভারত রিভিউ নিলে জসপ্রিত বুমরাহর বলে এলবিডব্লিউ হতে পারতেন তানজিদ। তখনো রানের খাতা খোলা হয়নি তার। দলীয় রান ৬। এরপর খোলস ছেড়ে বের হন তিনি।

আজ থিতু হয়েও অর্ধশতকের পর থেমে গেলেন তানজিদ। এতে ভাঙে লিটন দাসের সঙ্গে ৯৩ রানের উদ্বোধনি জুটি।

LEAVE A REPLY