নির্বাচনে বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, থাকবে দুই মাস

Flag of European Union. Flag of EU. United Europe. Official colors and proportions. Vector illustration.

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। চার থেকে পাঁচ সদস্যের দল পাঠাবে বলে নির্বাচন কমিশনকে এক চিঠিতে জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্বাচন কমিশন বরাবর চিঠি পাঠিয়ে বিষয়টি জানানো হয়। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

কালের কণ্ঠকে তিনি বলেন, ‘চার থেকে পাঁচ সদস্যের নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আগামী ২১ নভেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ইইউ এর পর্যবেক্ষক দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষনের জন্য অবস্থান করবে।’

তিনি আরো বলেন, ‘তাদের দলে তিন থেকে চার জন পর্যবেক্ষক প্রতিনিধি থাকবে। আর টেকনিক্যাল টিমের সদস্য থাকবেন ২ জন।

তারা নির্বাচনে তফসিল সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে অবস্থান করবে। এটি তারা আগে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজকে নির্বাচন কমিশনকে জানিয়েছে।’

LEAVE A REPLY