বজ্রসহ বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া আজ শুক্রবার প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামীকালও একই পরিস্থিতি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকালের মধ্যে বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এ সময় সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার পর্যন্ত আবহাওয়ার এ অবস্থা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এসএমএসে আবহাওয়ার পূর্বাভাস
আগামী ডিসেম্বর থেকে পূর্বাভাস ও সতর্কবার্তা মোবাইল ফোনের এসএমএসে জনগণের কাছে পাঠানো হবে। বর্তমানে একটি প্রকল্পের আওতায় ওয়েবভিত্তিক স্বয়ংক্রিয়, সমন্বিত পদ্ধতির সাহায্যে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কবার্তা পাঠানোর কার্যক্রম চলমান আছে।

LEAVE A REPLY