মাহমুদ উল্লাহকে নিয়ে প্রশ্ন ওয়াসিমের

ভারতের বিপক্ষে হারের পর সমালোচনা হচ্ছে বাংলাদেশ দল ও দলের পরিকল্পনা নিয়ে। ভারতের সাবেকরা যেমন প্রশ্ন তুলেছেন, পুনের ব্যাটিং সহায়ক উইকেট দেখেও কেন একজন বাড়তি স্পিনার খেলানো হলো। তেমনি পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা অবাক হয়েছেন, ব্যাটিং ব্যর্থতার পরও মাহমুদ উল্লাহ, মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ব্যাটারকে এত নিচে খেলানো নিয়ে।

বাঁ ঊরুতে পাওয়া চোটে কাল ভারতের বিপক্ষে খেলতে পারেননি সাকিব।

তাই বাড়তি দায়িত্ব নিতে হতো অভিজ্ঞ দুই ক্রিকেটার মাহমুদ উল্লাহ-মুশফিককে। ব্যাটারদের ব্যর্থতার মধ্যে নিজের কাজটা ঠিকঠাকই করেছেন মাহমুদ উল্লাহ। সাতে নেমে খেলেন ৩৬ বলে ৪৬ রানের ইনিংস। ছয়ে নামা মুশফিক করেন ৩৮।

বাংলাদেশ থামে ২৫৬ রানে। হেসেখেলে এই রান তাড়া করে ভারত।

মাহমুদ উল্লাহকে এত নিচে নামানোর কারণ খুঁজে পাচ্ছেন না পাকিস্তানের সাবেক পেসার। পাকিস্তানের ‘এ স্পোর্টস’-এর ম্যাচ-পরবর্তী অনুষ্ঠানে ওয়াসিম আকরাম বলেন, ‘বাংলাদেশের কেউ একটি জিনিস আমাকে একটু বোঝান, যখন আপনি মিডল অর্ডার নিয়ে ধুঁকছেন, তখন কিভাবে সবচেয়ে অভিজ্ঞ একজন ব্যাটার মাহমুদ উল্লাহকে ৭-৮ নম্বরে খেলানো হয়?’

এদিকে মুশফিক যখন ব্যাটিংয়ে আসেন, তখন বিনা উইকেটে ৯৩ থেকে ১৩৭ রানে ৪ উইকেট বাংলাদেশের।

ভালো শুরুর পর মুশফিককে ওপরে না পাঠিয়ে এমন ব্যাটিংধসের পর কেন ৬ নম্বরে খেলানো হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহউল হক।

একই অনুষ্ঠানে মিসবাহ বলেন, ‘মুশফিক ৬ নম্বরে। সে ভালো ফর্মে আছে। সাকিব না থাকায় আপনি কিছুটা হলেও তো পরিবর্তন করতে পারতেন। জুটির প্রয়োজন ছিল।

মুশফিক ভালো ফর্মে। এই দুজনকে ওপরে খেলালে তারা খেলাটাকে নিয়ন্ত্রণ করতে পারত।’

LEAVE A REPLY