ছবি : এএফপি
গতকাল বাংলাদেশের বিপক্ষে বল করতে এসে গোড়ালিতে আঘাত পান হার্দিক পান্ডিয়া। তড়িঘড়ি করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। স্ক্যানের পর জানা গেছে, কয়েক দিন বিশ্রামে থাকতে হবে এই অলরাউন্ডারকে। এতে ২২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না তিনি।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিবৃতিতে জানিয়েছে, ‘সে দলের সঙ্গে ধর্মশালায় যাচ্ছে না। সে লখনউতে দলের সঙ্গে যোগ দেবে, যেখানে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত। আপাতত তাকে বিশ্রামে রাখা হবে।’ ২৯ অক্টোবর স্বাগতিকদের প্রতিপক্ষ ইংল্যান্ড।
ওই ম্যাচেই ফিরতে পারেন পান্ডিয়া।
বাংলাদেশের বিপক্ষে নিজের প্রথম ওভার বল করতে এসে তা শেষ করা হয়নি হার্দিক পান্ডিয়ার। নবম ওভারের তৃতীয় বলে লিটন দাসের শট পা দিয়ে আটকাতে গিয়ে গোড়ালিতে আঘাত পান ভারতীয় এই বোলার।
চার ম্যাচে চারটিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে তালিকার দুয়ে আছে ভারত।
সমান পয়েন্ট নিয়ে রান নেটে এগিয়ে থাকায় শীর্ষে নিউজিল্যান্ড।