এক ক্যাচ মিসই পুরো ম্যাচের চিত্র বদলে দিয়েছে। ব্যক্তিগত ১০ রানের সময় শাহিন শাহ আফ্রিদির বলে ডেভিড ওয়ার্নারের সহজ ক্যাচ হাতছাড়া করেছেন উসামা মীর। সেই ওয়ার্নার শেষ পর্যন্ত থেমেছেন ১৬৩ রানে।
অস্ট্রেলিয়ার বড় স্কোরের পর পাকিস্তান ম্যাচ হেরেছে ৬২ রানে।
ম্যাচ শেষে ওয়ার্নারের ক্যাচ মিস নিয়ে স্বাভাবিকভাবে হতাশা দেখা গেল পাকিস্তান অধিনায়ক বাবর আজমের কণ্ঠে, ‘প্রথম ৩৪ ওভার বোলিং এবং ফিল্ডিং ম্যাচ থেকে আমাদের ছিটকে দিয়েছে। আমরা ওয়ার্নারের ক্যাচ মিস করেছি। এ ধরনের ব্যাটার জীবন পেলে সেটার মূল্য দিতেই হবে। এ বড় রানের মাঠ এবং শুরুতেই আমরা এমন সুযোগ হাতছাড়া করেছি।
‘
তবে অস্ট্রেলিয়ার ইনিংসের শেষদিকে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়ান পাকিস্তান বোলাররা। তাতে অজিদের স্কোর ৪০০ না ছাড়িয়ে ৩৬৭ রানে থামে। এজন্য বোলারদের কৃতিত্ব দিতে ভোলেননি বাবর, ‘তবে শেষ ১৫ ওভারে আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম। এজন্য পেসার এবং স্পিনারদের কৃতিত্ব দেব।
তারা দারুণ লাইন-লেংন্থে বোলিং করেছে।’