ফাইল ছবি
অপেক্ষা ছিল ১৪ রানের। বাংলাদেশের বিপক্ষে ৫৩ রনের ইনিংসটি আরেকটু টানতে না পারায় এক ইনিংস বেশি খেলতে হলো শুভমান গিলকে। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ রানে আউট হয়েছেন গিল। তার আগে ওয়ানডেতে দ্রুততম ২০০০ রানের মালিক বনে যান ভারতীয় ওপেনার।
এতদিন দ্রুততম ২০০০ রান ছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটার হাশিম আমলার দখলে। ৪০ ইনিংসে ব্যাট করে এই রেকর্ড গড়েছিলেন প্রোটিয়া ওপেনার। ২ ইনিংস কম খেলে আমলাকে ছাড়িয়ে গেলেন গিল।
আমলা যার থেকে এই রেকর্ড ছিনিয়ে নিয়েছিলেন, সেই পাকিস্তানের জহির আব্বাস ২০০০ রান করতে খেলেছিলেন ৪৫ ইনিংস।
সময় লেগেছিল প্রায় ১০ বছর। আমলা সেটি করেছিলেন ওয়ানডে অভিষেকের ৩ বছরের মধ্যে। তবে গিলের সময় লেগে গেল সাড়ে ৪ বছরের বেশি।
এর আগে ভারতের হয়ে দ্রুততম ২০০০ ছিল শেখর ধাওয়ানের দখলে।
বাঁহাতি ওপেনার মাইলফক ছুঁয়েছিলেন ৪৮ ইনিংস।