অস্ট্রেলিয়াকে ভয় পাচ্ছে না নেদারল্যান্ডস

এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক উপহার দিয়েছে নেদারল্যান্ডস। প্রোটিয়াদের বিপক্ষে এই জয়কে ‘অঘটন’ বলেই আখ্যা দেওয়া হচ্ছে। তবে এটাকে অঘটন হিসেবে দেখছে না ডাচরা। নেদারল্যান্ডসের পরের ম্যাচের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

অজিদের ভয় না পেয়ে অন্য আরেকটি সাধারণ ম্যাচের মতোই দেখছে দলটি।

গত ১৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারায় ডাচরা। পরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও অস্ট্রেলিয়াকে নিয়ে বিশেষ ভাবনা নেই তাদের। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে দলটি ব্যাটার বিক্রমজিৎ সিং বলেছেন, ‘আমাদের কাছে, দক্ষিণ আফ্রিকাকে হারানো কোনো অঘটন নয়।

এটা ক্রিকেটের অন্য একটি ম্যাচের মতোই। সেদিন আমরা ভালো দল ছিলাম এবং আপনারা এমন আরো দেখবেন।’

অস্ট্রেলিয়ার বিপক্ষেও ভালো কিছু করার প্রত্যয় শুনিয়েছেন এই ব্যাটার, ‘অস্ট্রেলিয়া পাঁচবারের চ্যাম্পিয়ন। এ বছর এবং এই টুর্নামেন্টে তারা কিভাবে খেলেছে, সেটা দেখেছি।

আমাদের জন্য এটি অন্য আরেকটি ম্যাচের মতোই।’

চার ম্যাচে তিন হার ও এক জয়ে ডাচরা আছে পয়েন্ট তালিকার সাতে। আর শুরুর দুই ম্যাচ হারলেও সর্বশেষ দুই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জিতেছে অস্ট্রেলিয়া। ৪ পয়েন্ট নিয়ে আছে চারে।

LEAVE A REPLY