বিশ্বকাপ শেষে মতামত দিতে চান সাকিব

বিশ্বকাপে এখন পর্যন্ত প্রত্যাশার সঙ্গে পারফরম্যান্সের মেলবন্ধন ঘটাতে পারেনি বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু। পরের তিন ম্যাচে পারফরম্যান্সের গ্রাফ আর ওপরে ওঠেনি। টানা তিন হারে কিছুটা হতাশা কাজ করার কথা।

তবে আশার কথা হচ্ছে, বাংলাদেশ দলের শরীরী ভাষায় এখনো সেই ছাপ দেখা যায়নি। বরং এখনো সেমিফাইনালের স্বপ্নে বিভোর সাকিব আল হাসানরা। ঠিক এ কারণেই চার ম্যাচ শেষ দলের পারফরম্যান্স নিয়ে মতামত দিতে চান না বাংলাদেশ অধিনায়ক সাকিব। আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আজ সাকিবের কাছে জানতে চাওয়া হয়েছিল, এখন পর্যন্ত দলের পারফরম্যান্স নিয়ে হতাশ কি না?

জবাবে সাকিব বলেছেন, ‘আরো পাঁচ ম্যাচ বাকি আছে।

টুর্নামেন্ট শেষ হলেই আমার মতামত দেওয়াটা ভালো।’ এখনই নিজের মতামত না দিলেও দল হিসেবে আরো ভালো করা উচিত বলে মনে করেন সাকিব, ‘যখন আসলে ৯ ম্যাচের পরিকল্পনা করে এসেছি, বেশি হলে ১১ ম্যাচ খেলব। তখন তো চার ম্যাচের পরিকল্পনা করে আসিনি। সবাই সব ম্যাচ ভালো করবে না, সেটাও আমরা জানি।

বাকি পাঁচ ম্যাচে যদি কেউ ভালো করে, তাহলেও ভালো পারফরম্যান্স হয়। এখনই খুব বেশি মন্তব্য করা ঠিক হবে না। আশা করি, আমরা দলগত পারফরম্যান্সে আরো ভালো করব, যেখানে আমাদের ভালো করা উচিত ছিল বলে মনে করি। সামনে আশা করছি ভালো করব।’

বোলিং এবার বাংলাদেশের বড় আশা জুড়ে ছিল।

বিশেষ করে পেস বোলিং। তবে প্রত্যাশা মেটাতে পারেননি তাসকিনরা। এখানেও ভালো করার আশা সাকিবের, ‘তারা (পেসাররা) হয়তো জুটি হিসেবে ভালো করতে পারেনি। আমি খুব বেশি হতাশ নই। কারণ আমরা হয়তো কিছুটা দুর্ভাগা ছিলাম। উইকেট নিতে পারিনি। আরো এক লেভেল ওপরে যেতে হবে। হয়তো শুধু পেসার না, বাকি সব বোলারকেই।’

LEAVE A REPLY