রিয়ালের তিনে তিন

সংগৃহীত ছবি

ব্রাগার মাঠ থেকে দারুণ জয় নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। স্বাগতিকদের হারিয়েছে ২-১ ব্যবধানে। রিয়ালের হয়ে লক্ষ্যভেদ করেছেন রদ্রিগো ও জুড বেলিংহাম। এই মৌসুমে উড়ন্ত ফর্মে আছেন বেলিংহাম।

গোলের মধ্যেই আছেন ইংলিশ এই মিডফিল্ডার। চ্যাম্পিয়নস লিগে টানা তিন ম্যাচ জিতল রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নরা।

ঘরের মাঠে রিয়ালকে বেশ চ্যালেঞ্জ জানিয়েছে ব্রাগা। প্রায় সমান সমান বলের দখল রেখেছিল।

আক্রমণেও রিয়ালের সঙ্গে টেক্কা দিয়েছে। যদিও প্রথম আক্রমণেই গোলের দেখা পায় ইউরোপের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ। ১৬ মিনিটে রদ্রিগোর গোলে এগিয়ে যায়। ভিনিসিয়ুস জুনিয়রের বাড়ানো বলে ছয় গজ বক্স থেকে স্লাইড শটে বল জালে পাঠান রদ্রিগো।

এই অর্ধে অবশ্য আর ব্যবধান বাড়াতে পারেনি রিয়াল। ব্রাগাও পারেনি তেমন সুবিধা করতে।

৬১ মিনিটে রিয়ালের ব্যবধান বাড়ান বেলিংহাম। এই গোলেও অ্যাসিস্ট ভিনিসিয়ুস জুনিয়রের। রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগে তিন ম্যাচে তিন গোল বেলিংহামের।

সবমিলিয়ে ১২ ম্যাচে ১১ গোল। দুই মিনিট পরেই এক গোল শোধ দেয় ব্রাগা। গোল করেন দিয়ালো। অবশ্য শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। 

তিন ম্যাচে তিন জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে রিয়াল মাদ্রিদ। 
 

LEAVE A REPLY