ওনানা বীরত্বে প্রথম জয় ম্যানচেস্টার ইউনাইটেডের

সংগৃহীত ছবি

সময়টা ভালো যাচ্ছিল না ম্যানচেস্টার ইউনাইটেড গোলরক্ষক আন্দ্রে ওনানার। তার ছোট ছোট ভুলের কারণে গোল হজম করতে হয়েছে রেড ডেভিলদের। এতে সমালোচনাও শুনতে হয়েছে তাকে। তবে গতরাতে ওনানা বীরত্বেই চ্যাম্পিয়নস লিগে প্রথম জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

এক গোলে এগিয়ে থাকা ম্যানইউ তখন জয়ের পথে। দ্বিতীয়ার্ধের যোগ সময়ে ভুল করে বসে ম্যানইউর রক্ষণভাগের খেলোয়াড় ম্যাকটমনি। তার করা ফাউলে পেনাল্টি পায় কোপেনহেগেন। কিন্তু পোস্টের নিচে এ দিন বিশ্বস্ত হাত নিয়ে ছিলেন ওনানা।

তার দারুণ সেভে ১-০ গোলের জয় পায় ইংলিশ ক্লাবটি।

শুরুর দুই ম্যাচেই হারা ইউনাইটেডের এই ম্যাচে জয় পাওয়া ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। সেই কাজটাই করে দেখিয়েছে এরিক টেন হাগের দল। ওল্ড ট্রাফোর্ডে অবশ্য দুই দল ছিল সমানে সমান।

বলের দখল, আক্রমণে সমান তালে লড়েছে। প্রথমার্ধে কোনো দলই পারেনি গোলের খাতা খুলতে। অবশেষে ৮১ মিনিটে হ্যারি ম্যাগুয়ের ম্যানইউকে এগিয়ে নেন। ক্রিস্তিয়ান এরিকসেনে ক্রসে হেডে জাল খুঁজে নেন ম্যাগুয়ের। পিছিয়ে থাকা কোপেনহেগেন ম্যাচের ফেরার সুবর্ণ সুযোগ নষ্ট করেছে শেষ মুহূর্তে।

পেনাল্টি থেকে গোল করতে পারেননি লারসন। এতে প্রথম জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। 

তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের তিনে ম্যানইউ। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ। ১ পয়েন্ট নিয়ে চারে কোপেনহেগেন।

LEAVE A REPLY