‘মাহমুদউল্লাহ অসাধারণ কিন্তু বাকিদের কী হয়েছে?’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কাল ৩৮৩ রানের পাহাড়সম লক্ষ্য টপকাতে নেমে ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। ১২২ রানে ৭ উইকেট হারিয়ে রানের হিসাবে সবচেয়ে বড় পরাজয়ের শঙ্কা উঁকি দিচ্ছিল বাংলাদেশের সামনে। যদিও এই রান তাড়া করতে পারেনি বাংলাদেশ, তবে মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরিতে শঙ্কা উড়িয়ে হারের ব্যবধান কমে।     

ম্যাচ হারলেও মাহমুদের ১১১ বলে ১১১ রানের ইনিংস প্রশংসা কুড়িয়েছে।

তবে টানা ব্যর্থতায় বিশ্বকাপ দলে থাকা বাংলাদেশের বাকি ব্যাটারদের কী হয়েছে সেই প্রশ্ন তুলেছেন আকাশ চোপড়া।

নিজের ইউটিউব চ্যানেলে আকাশ বলেন, ‘মাহমুদউল্লাহ প্রশংসার দাবিদার। তিনি দারুণ একটি সেঞ্চুরি করেছেন। যদিও কিছুদিন আগে তিনি দলের অংশ ছিলেন না।

তাকে বিশ্বকাপ দলে রাখা উচিত কি না সেটি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে, তিনি কাল ১১১ বলে ১১১ রানের ইনিংস খেলেছন। তিনি (মাহমুদউল্লাহ) অসাধারণ কিন্তু বাকিদের কী হয়েছে?’

৫ ম্যাচে ১ জয়। পয়েন্ট টেবিলের নিচে নেমে গেছে বাংলাদেশ। এই জয়টি এসেছে আফগানিস্তানের বিপক্ষে।

যারা বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ১৯৯২ বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানকে হারিয়ে আলোচনায় জায়গা করে নিয়েছে। উপমাহাদেশের কন্ডিশনেও বাংলাদেশের এমন পারফরম্যান্সে হতাশ আকাশ।

ভারতের সাবেক ওপেনার বলেন, ‘এটা উপমহাদেশের কন্ডিশন। বলতে পারবেন না যে আপনি ডারবান অথবা পার্থে খেলছেন। আফগানিস্তান দুটি ম্যাচ জিতেছে অথচ আপনি জিতলেন মাত্র এক ম্যাচ।

সেটিও তাদের বিপক্ষে। যদি আফগানিস্তান এই ম্যাচটি জিততে পারত, তারা সেমিফাইনালের দৌড়ে থাকত।’

ব্যাটারদের পাশাপাশি বাংলাদেশের বোলাররাও সুবিধা করতে পারছেন না। যে ২ ম্যাচে আগে বল করেছে বাংলাদেশ, সবগুলো ইনিংস তিন শ ছাড়িয়েছে। লক্ষ্য আটকাতে নেমেও সফলতা আদায় করতে পারছেন না মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামরা।

আকাশ বলছিলেন, ‘বাংলাদেশের বোলিং খুবই সাধারণ মানের মনে হচ্ছে। একটি প্রশ্ন করতে চাই, আপনি ৫টি ম্যাচ খেলেছেন, কিন্তু মাত্র ১টি ম্যাচ জিতেছেন, যা ভালো গল্প নয়। অথচ আপনারা এত দীর্ঘ সময় ধরে টেস্ট খেলছেন।’
 

LEAVE A REPLY