দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড ম্যাক্সওয়েলের

এই বিশ্বকাপেই দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছিলেন এইডেন মারক্রাম। তিনি ভেঙেছিলেন ২০১১ বিশ্বকাপে গড়া কেভিন ও ব্রায়েনের রেকর্ড। কিন্তু মারক্রাম সেদিনই বলেছিলেন, এখন ব্যাটারা যতটা আগ্রাসী তাতে এই বিশ্বকাপেই তাঁর এই রেকর্ড ভেঙে গেলে তিনি অবাক হবেন না। আজ সেটিই হলো।

এই আসরে আগের ম্যাচগুলোতে সেভাবে রান না পাওয়া গ্লেন ম্যাক্সওয়েল আজ নেদারল্যান্ডসের বিপক্ষে সেঞ্চুরি করলেন মাত্র ৪০ বলে। যা বিশ্বকাপের ইতিহাসে নতুন রেকর্ড। ২০১১-তে আইরিশ তারকা কেভিন ও ব্রায়েনের রেকর্ড ছিল ৫০ বলে সেঞ্চুরির। এইডেন মাক্রাম এই আসরে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৯ বলে শতক ছুঁয়ে সেই রেকর্ড ভাঙেন।

আজ ম্যাক্সওয়েলের লাগল মাত্র ৪০ বল।

৪৪ বলে শেষ পর্যন্ত ১০৬ রানে আউট হয়েছেন অস্ট্রেলীয় এই তারকা। ম্যাচে এর আগে সেঞ্চুরি পেয়েছেন ডেভিড ওয়ার্নারও (১০৪)। দুজনের জোড়া সেঞ্চুরিতে ডাচদের বিপক্ষে শেষ পর্যন্ত ৮ উইকেটে ৩৯৯ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে অস্ট্রেলিয়া।

ক্রিকইনফো

LEAVE A REPLY