তামিম না থাকায় প্রভাব ফেলছে কি না জানালেন সাকিব

কোনো বহুজাতিক টুর্নামেন্ট হোক বা দ্বিপাক্ষিক সিরিজ, বাংলাদেশের দল ঘোষণার আগে নাটকীয় পরিস্থিতির জন্ম নেওয়া যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিশ্বকাপ এলে পরিস্থিতি আরো বেশি ঘোলাটে হয়। এবার হয়েছিল তামিম ইকবালকে নিয়ে। 

শেষ পর্যন্ত অভিজ্ঞ ওপেনারকে রেখেই ভারতে যায় বাংলাদেশ দল।

তবে ওপেনারদের সঙ্গে গোটা দলই যেন পারফর্ম করতে ভুলে গেছে।

কিছুদিন আগেও যিনি এই দলের অধিনায়ক ছিলেন- দলকে বিশ্বকাপ খেলার টিকিট এনে দিয়েছেন, তার না থাকা কি প্রভাব পড়েছে খেলোয়াড়দের মধ্যে?

নেদারল্যান্ডসের বিপক্ষে বড় হারের পর অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘ফেলতেই পারে, অস্বাভাবিক কিছু না। ব্যক্তি বিশেষের মনের ভেতর কী আছে, এটা বলা মুশকিল। আপনি যেটা বলছেন সেটায় আমি অসম্মতি জানাচ্ছি না।

ফেলতেই পারে।’

আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও টানা ৫ ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাকি ৩ ম্যাচ এখন শুধুই আনুষ্ঠানিকতা।

LEAVE A REPLY