‘দেশ সবার আগে’ বিশ্বকাপের আগে বাংলাদেশ দলে বিতর্ক নিয়ে ওয়াসিম

ওয়াসিম আকরাম। ছবি : সংগৃহীত

বিশ্বকাপের ঠিক আগে সাকিব আল হাসান-তামিম ইকবাল বিতর্কে সরব ছিল বাংলাদেশ ক্রিকেট। বিশ্বকাপ দলে তামিমের জায়গা না পাওয়া ও ভারতের রওনা দেওয়ার আগে সাকিবের সেই বিতর্কিত সাক্ষাৎকার—সব মিলিয়ে অস্বস্তি নিয়েই বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ।

এখন পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্সের যে অবস্থা, এটা অস্বীকার করার উপায় নেই যে, বিশ্বকাপের আগের ঘটনাপ্রবাহ দলে প্রভাব পড়েনি। কাল নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসানও প্রভাব পড়ার কথা এক প্রকার স্বীকার করে নিয়েছেন।

বাংলাদেশ দলের এসব বিতর্ক শুধু দেশেই সীমাবদ্ধ ছিল না। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও খবরের শিরোনাম হয়েছে। বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দলের এসব বিতর্কের কথা মনে করিয়ে দিয়ে সাবেক পাকিস্তান ফাস্ট বোলার ওয়াসিম আকরাম বলেছেন, ‘২০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশ টেস্ট খেলছে। গড়পড়তা পারফরম্যান্সও বাংলাদেশ করতে পারেনি (এবারের বিশ্বকাপে)।

বিশ্বকাপে আসার আগে অনেক সমস্যার কথা শুনেছি, জানি না এর পেছনে রাজনীতি কী, কারণটা কী? দেশকে রাখতে হবে সবার আগে। ব্যক্তিগত পছন্দ–অপছন্দ আর নিজেদের মধ্যে দূরত্ব থাকবে পরে।’

আকরামের মতে, বড় দলগুলোর সঙ্গে জিততে না পারুক, লড়াই তো করতে পারত বাংলাদেশ। সেটাও তারা পারেনি।

সব ম্যাচেই অসহায় আত্মসমর্পণের চিত্র দেখা গেছে। এ নিয়ে ওয়াসিম বলেছেন, ‘বলছি না তাদের বিশ্বকাপ জেতা উচিত। তবে অন্তত বড় দলগুলোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করা উচিত। নতুন ব্যাটার খুঁজতে হবে। সবাই বসে সিদ্ধান্ত নেওয়া উচিত, কীভাবে প্রথম শ্রেণির ক্রিকেট হবে, কোন উইকেটে হবে।

LEAVE A REPLY