সংগৃহীত ছবি
টস জিতে ভারতের বিপক্ষে আগে বোলিং বেছে নিয়েছে ইংল্যান্ড। আগে বোলিং বেছে নেওয়ার পেছনে কোনো নির্দিষ্ট কোনো কারণ নেই বলে জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলার। পয়েন্ট তালিকার ভালো অবস্থায় নেই ইংলিশরা। এই ম্যাচে সেরা ক্রিকেট খেলে ঘুরে দাঁড়ানোর আশা বাটলারের।
টস জিতলে ভারত অধিনায়ক রোহিত শর্মা অবশ্য আগে ব্যাটিংই করতে চাওয়ার জানিয়েছেন। দুই দলই আগের ম্যাচের একই একাদশ নিয়ে খেলতে নামছে।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরা ও মোহাম্মদ সিরাজ।
ইংল্যান্ড একাদশ
জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জশ বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ ও মার্ক উড।