উরফি জাভেদের নতুন সাজ

উরফি জাভেদ ও রাজপাল যাদব

সম্প্রতি হ্যালোউইন পার্টিতে যাবেন ভেবেছিলেন মুম্বাইয়ের বিতর্কিত মডেল উরফি জাভেদ। তবে যাওয়া আর হল না। তাতে কী? ‘ভুল ভুলাইয়া’র ছোটে পণ্ডিত সেজে সোশাল মিডিয়াতেই ভিডিও শেয়ার করলেন উরফি জাভেদ। আর সেই ভিডিও বেশ ভাইরালও হয়েছে।

২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘ভুল ভুলাইয়া’। সুপারহিট সেই ছবিতে অক্ষয় কুমার, বিদ্যা বালানের পাশাপাশি ছোটে পণ্ডিত হিসেবে রাজপাল যাদবও তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। কানে জ্বলন্ত ধূপকাঠি, গলায় গাঁদা ফুলের মালা পরে নিজের অভিনয়ে জাদুতে দর্শকদের হাসিয়েছিলেন রাজপাল। পরে যখন কার্তিক আরিয়ান, তাব্বু, কিয়ারা আডবাণী অভিনীত ‘ভুল ভুলাইয়া ২’ মুক্তি পায়, তখনও এই চরিত্রকে রাখা হয়েছিল।

1
উরফি জাভেদ

রাজপালের চরিত্রের মতোই সারা মুখে লাল রং মেখেছেন উরফি। তার কানেও রয়েছে জ্বলন্ত ধূপকাঠি আর গলায় গাঁদা ফুলের মালা। এর পাশাপাশি ধোতি প্যান্ট আর বডি হাগিং টি-শার্ট পরেছেন উরফি। ভিডিও আপলোড করে ক্যাপশনে লিখেছেন, “পানি! আশা করি সবার ভুল ভুলাইয়া সিনেমার ছোটে পণ্ডিতকে মনে আছে।

অনেক কষ্টে হ্যালোউইন পার্টির জন্য সেজেছিলাম কিন্তু যেতে পারিনি তাই ভাবলাম এখানেই ভিডিও শেয়ার করি।”

খবরের শিরোনামে থাকতে নানা কাণ্ড ঘটিয়ে থাকে উরফি জাভেদ। কখনও খোলামেলা পোশাক পরে ক্যামেরার সামনে চলে আসেন, কখনও আবার যৌন আবেদন ভরা উদ্দাম নাচের ভিডিও আপলোড করেন। তা নিয়ে নানা ব্যঙ্গ, বিদ্রুপও হয়। তাতে অবশ্য উরফি বিশেষ মাথা ঘামান না।

তাঁর উদ্ভট সাজের পালা অব্যাহত থাকে।

LEAVE A REPLY