কলকাতা থেকে সুখবর জানালেন জয়া আহসান

সংগৃহীত ছবি

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কলকাতায় চলছে তার অভিনীত ও সৃজিত মুখার্জি পরিচালিত ‘দশম অবতার’ সিনেমাটি। এরমধ্যে নতুন খবর জানালেন এই অভিনেত্রী। তার অভিনয় করা ‘নকশী কাঁথার জমিন’ সিনেমাটি কোরিয়ায় জিতেছে পুরস্কার।

এদিকে দশম অবতারের প্রচারণা ও সফলতা উপভোগ করতে এই অভিনেত্রী এখন অবস্থান করছেন কলকাতায়। 


এক ফেসবুকে পোস্টে জয়া আহসান জানান, ‘সবার ভালোবাসা ও শুভকামনায় আমাদের চলচ্চিত্র ‘‘নকশিকাঁথার জমিন’’ বুসান পিস ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩ এ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় ‘‘বেস্ট ফিচার ফিল্ম এ্যাওয়ার্ড’’ অর্জন করেছে৷


পুরস্কার পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন চলচ্চিত্রটির পরিচালক আকরাম খান। তিনি কালের কন্ঠকে বলেন, ‘আমরা ২৮ অক্টোবর খবরটি পেয়েছি। যেকোনো পুরস্কার প্রাপ্তি আনন্দের।

এটাও পেয়েও ভালো লাগছে। এ চলচ্চিত্রের সাফল্যের পেছনে চলচ্চিত্রটির কলাকুশলী অভিনেতা-অভিনেত্রী এবং প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মসের দারুণ অবদান রয়েছে। আমি আশা করছি, সামনের দিনগুলোতে আরও বেশি দায়বদ্ধতার সাথে কাজ করতে পারবো।’


এর আগে ছবিটি ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয়েছে।

এছাড়া  ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় (আইএফএফআই) আইসিএফটি-ইউনেস্কো গান্ধী মেডেলের জন্য মনোনীত হয়েছিল ছবিটি।  
বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নকশি কাঁথার জমিন। সরকারি অনুদানের চলচ্চিত্রটি নির্মাণ করেছেন আকরাম খান। সাথে সহ প্রযোজক হিসেবে আছে টিএম ফিল্মস।  
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে এ সিনেমায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত হয়েছে ছবিটি।

এতে দুই বোনের চরিত্রে জয়া আহসান ও সেঁওতি আর দুই ভাইয়ের চরিত্রে ইরেশ যাকের ও রওনক হাসানকে দেখা যাবে। গুরুত্বপূর্ণ দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।
পরিচালক জানান, আসছে ডিসেম্বরে ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করেছেন। 

LEAVE A REPLY