বেন স্টোকস। ছবি : সংগৃহীত
বিশ্বকাপের জন্য অবসর ভেঙে ফিরিয়ে আনা হয়েছিল বেন স্টোকসকে। চোটে প্রথম তিন ম্যাচ খেলতে পারেননি তিনি। পরের তিন ম্যাচে একাদশে ফিরলেও দলের পারফরম্যান্সের মতোই অনুজ্জ্বল তাঁর ব্যাট। চোটের কারণে শুধু ব্যাটার হিসেবেই খেলছেন স্টোকস।
ভবিষ্যতের কথা ভেবে স্টোকসকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বলে মনে করেন মাইকেল ভন। সাবেক এই ইংলিশ অধিনায়ক বলেছেন, ‘এবার সময় এসেছে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার। তা সেটা যত কড়া সিদ্ধান্তই হোক না কেন। ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্টও জানে, এটাই সঠিক সময় সিদ্ধান্ত নেওয়ার।
স্টোকস যে পরের বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে আর খেলবে না, এটা সবাই জানে। তাই সময় এসেছে এই বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে ওকে দল থেকে বাদ দেওয়ার।’
স্টোকসের জায়গায় ইংল্যান্ডের বাকি ম্যাচগুলোয় হ্যারি ব্রুককে খেলানো শ্রেয় মনে করেন ভন, ‘আমার মতে, ভবিষ্যতের কথা ভেবে দলের উচিত বাকি ম্যাচগুলোতে হ্যারি ব্রুককে সুযোগ দেওয়া। আগামী চার বছর বেন স্টোকস দলের হয়ে খেলবে না।
তাই এখানে একটা সিদ্ধান্ত নিতেই হবে। খেলাধুলা সব সময় নিষ্ঠুর। ক্রিকেটারের নামে বা সে কতটা শক্তিশালী তাতে কিছুই যায়-আসে না, যেটা গুরুত্বপূর্ণ তা হলো দলের হয়ে পারফরম্যান্স।’