পরাজয়ের বৃত্ত দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। কারণটা জানা নেই কারো। ক্রিকেটাররা হতাশার চোরাবালিতে তলিয়ে যাচ্ছেন। একই স্রোত বয়ে যাচ্ছে বাংলাদেশ দলের সমর্থকদের মনের ওপর দিয়েও।
একের পর এক পরাজয়ের আত্মসমর্পণ দেখতে কার ভালো লাগে!
তবু কাল কলকাতার ইডেন গার্ডেনসে সাকিব আল হাসানদের সমর্থনে গ্যালারিতে বাংলাদেশ সমর্থকদের কমতি ছিল না। দিনশেষে আরেকটি পরাজয় নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। দর্শকদের হতাশা বুঝতে না পারার কথা নয় সাকিবের। ম্যাচ শেষে তাই সাকিব বলেছেন, ‘আমরা যেখানেই যাই, তারা আমাদের সমর্থন দিতে থাকে।
তারা মাঠে আসে, তারা সব সময় আমাদের পাশে থাকে ভালো করি আর খারাপ। তারা আমাদের বড় শক্তি। আমাদের তাদেরকে কিছু ফিরিয়ে দিতে হবে, যাতে তাদের মুখে হাসি ফোটে।’
কেন দল পরাজয়ের বৃত্তে ঘুরপাক খাচ্ছে, সে উত্তর জানা নেই সাকিবেরও, ‘আমাদের একসাথে পারফর্ম করতে হবে।
কোনো ব্যক্তি আমাদের জেতাতে পারবে না। আমাদের সমষ্টিগত পারফরম্যান্সের দরকার, যা হচ্ছে না। আমরাও উত্তর খুঁজছি, কিন্তু পাচ্ছি না। দুইটা ম্যাচ বাকি, আশা করি আমরা ঘুরে দাঁড়াতে পারব।’
ব্যাট হাতে একেবারেই ছন্দে নেই সাকিব।
তবে কাল ৪৩ রানের ইনিংস কিছুটা হলেও স্বস্তি দেবে তাঁকে, ‘রান করতে পারিনি বলে আমার আত্মবিশ্বাসেও ঘাটতি ছিল। আজকে রান পেয়েছি, ভালো অনুভূত হচ্ছে। আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি। তবে এখনকার অবস্থায় বেশি পরিবর্তন করা কঠিন হবে।’
ক