শ্রাবন্তীর কাছ থেকে উপহার পেলেন ছেলের প্রেমিকা

প্রেম, সংসার, বিচ্ছেদের খবরে নিয়মিত সংবাদের শিরোনাম হন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ইদানীং ছেলের কারণে শিরোনাম হচ্ছেন। দামিনি ঘোষ নামে এক মডেলের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রাবন্তীর ছেলে অভিমন্যু। তার ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনার কমতি নেই। 

ছেলের প্রেমে সায় আছে মায়ের। কয়েক দিন আগে হবু পুত্রবধূ দামিনি ও অভিমন্যুকে নিয়ে থাইল্যান্ডে অবসর যাপনের জন্যও গিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন ছেলের সিদ্ধান্তে বাধা হবেন না কখনো। 
 
থাইল্যান্ড ভ্রমণের বেশ কয়েকটি ছবি দামিনি ঘোষ তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। পাশাপাশি হবু শ্বাশুড়ির কাছ থেকে পাওয়া একটি উপহারের খবরও জানিয়েছেন তিনি। জানা গেছে, একটি ব্যাগ উপহার দিয়েছেন শ্রাবন্তী। ব্যাগটি প্রস্তুত করেছে ইতালির বিলাসবহুল ব্র্যান্ড গুচি।

ব্যাগের একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে দামিনি ঘোষ লিখেছেন- ‘সে আমার হৃদয়ের কথা জানে।’ পাশে হার্ট ইমোজি দিয়ে শ্রাবন্তীর ইনস্টাগ্রাম আইডির নাম লিখেছেন দামিনি।

শ্রাবন্তী ও তার প্রথম স্বামী পরিচালক রাজীব বিশ্বাসের একমাত্র সন্তান অভিমন্যু। বাবা-মায়ের বিচ্ছেদের পর মায়ের কাছেই বেড়ে উঠেছেন তিনি। মা-ছেলের বোঝাপড়াটাও বেশ দারুণ। ছেলে ও তার বান্ধবীকে নিয়ে প্রায়ই বিদেশে ঘুরতে যান শ্রাবন্তী। 

এ বিষয়ে অভিনেত্রী বলেন, মানুষ তো কিছু বলবেই। আমার জীবন একটাই। আমি তো ভুল কিছু করছি না।

LEAVE A REPLY