ছবিটির শুটিং শেষে সিয়াম বলেছিল, ‘আর কখনো অভিনয় ছেড়ে যাবে না’

আফসানা মিমি

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২-এ শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে (পার্শ্ব চরিত্রে) পুরস্কার পেতে যাচ্ছেন বরেণ্য অভিনেত্রী আফসানা মিমি। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘পাপ পুণ্য’ সিনেমার জন্য এই পুরস্কার।

পুরস্কার পাওয়ার অনুভূতি বলতে গিয়ে আফসানা মিমি তুলে আনলেন পুরনো এক স্মৃতি। যে ছবিটির জন্য এই পুরস্কার সেটার শুটিং সেটের গল্প বললেন খানিকটা।

‘পাপ পুণ্য’ চলচ্চিত্রে অভিনেতা সিয়ামের মায়ের চরিত্রে অভিনয় করেছেন আফসানা মিমি। সেই থেকে মিমিকে মা ডাকেন চলচ্চিত্র তারকা সিয়াম। ঘটনাটা শুটিংয়ের শেষ দিনের। আরেক অভিনেতা চঞ্চল চৌধুরীকে পাশে নিয়ে ‘মা, একটু এদিকে আসো তো, কথা আছে’ বলে ডাকেন সিয়াম আহমেদ।

তারপর হাত ধরে বলেন, ‘এই যে আমার সাথে এত দিন থাকলা, অভিনয় করলা, এ রকম করে তুমি আমাদের মাঝে থাকবে। আর কখনো অভিনয় ছেড়ে যাবে না।’ 

পুরস্কার পাওয়ার পর সিয়ামের বলা কথাটা মনে পড়েছে তার। এমনকি খবরটা শুনে যখন সিয়াম ভিডিও কল করেছেন তখনো পুরনো স্মৃতিই উসকে নিয়েছেন পর্দার মা-ছেলে।

তার পর থেকে দীর্ঘদিনের বিরতি ভেঙে ক্যামেরার সামনে বেশ নিয়মিত হয়েছেন আফসানা মিমি। যদিও দীর্ঘ বিরতি ভেঙেছিলেন বন্ধু সেলিমের ডাকে সাড়া দিয়ে ‘পাপ পুণ্য’ সিনেমায় অভিনয়ের মাধ্যমেই। 

সেই বিরতি ভেঙে সরব হওয়ার ছবিটা দিয়েই পেয়ে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনুভূতিটা অবশ্যই ভালো। কিন্তু খানিকটা আক্ষেপও কি জমা আছে? অনেকের ধারণা এই তারকা আরো আগেই পেতে পারতেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

কারণ এই তারকার অভিনয় করা ‘চিত্রা নদীর পাড়ে’ সিনেমাটি ১৯৯৯ সালে সাতটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। কিন্তু সে তালিকায় ছিলেন না আফসানা মিমি।

কালের কণ্ঠকে তিনি বলেন, ‘তখন পাইনি, খারাপ লেগেছিল। এখন পেয়েছি, এটা ভালো লাগছে। আর বিশেষ কিছু বলার নেই। তবে সবাই ফোন করছেন। অভিনন্দন জানাচ্ছেন। এটাও অবশ্যই আনন্দিত হওয়ার মতো বিষয়।’

আফসানা মিমি এখন ব্যস্ত আছেন নিজের নির্মাণ নিয়ে। ১৪ বছরের এক কিশোরের গল্প নিয়ে বাগেরহাটে শুটিং করছেন তিনি। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাবে সেই গল্প। আপাতত এতটুকুই বললেন। এ ছাড়া অভিনয়ও করছেন নিয়মিত। 

LEAVE A REPLY