সংগৃহীত ছবি
কয়েক দিন আগে ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই তালিকায় জায়গা হয়নি বাঁহাতি পেসার ডেভিড উইলির। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সময় জানিয়েছেন উইলি।
বিশ্বকাপেই ইংল্যান্ডের জার্সিতে শেষবার মাঠে নামা হবে উইলির।
সামাজিক যোগাযোগ মাধ্য ইনস্টাগ্রামে নিজের অবসরের ঘোষণা দিয়েছেন এই পেসার। তিনি লিখেছেন, ‘আমি কখনোই চাইনি এই দিনটি আসুক। কৈশোর থেকেই চেয়েছিলাম ইংল্যান্ডের হয়ে খেলতে। অনেক ভেবে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
‘
উইলি আরো লিখেছেন, ‘আমি এই পোশাকটি যথেষ্ট মর্যাদার সঙ্গে পরিধান করেছি। বুকের ওপর ইংল্যান্ডের ব্যাজ পরাটা আমার জন্য খুবই গর্বের ছিল। সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ড দলে আমি বিশ্বের সেরা কয়েকজন ক্রিকেটারের সাথে খেলেছি। কিছু বিশেষ স্মৃতি আমি তৈরি করেছি।
কয়েকজন অসাধারণ বন্ধু পেয়েছি, যারা লম্বা সময় ধরে আমার পাশে আছে, এমনকি আমার কঠিন সময়েও ছিল।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলা চালিয়ে যাবেন উইলি। ২০১৫ সালে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয় তাঁর। সাদা বলের ক্রিকেটে এউইন মরগানের দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। ২০১৯ বিশ্বকাপে শেষ মুহূর্তে জোফরা আর্চার দলে ঢোকায় জায়গা হারাতে হয় ইংল্যান্ডের হয়ে ৭০টি ওয়ানডে ও ৪৩টি টি-টোয়েন্টি খেলা উইলিকে।