গলফ খেলতে গিয়ে মাঠের বাইরে ম্যাক্সওয়েল

সংগৃহীত ছবি

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের মধ্যেই গলফ খেলতে গিয়ে আহত হয়েছেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। মাথায় আঘাত পাওয়ার কারণে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না তিনি। ৭ নভেম্বর আফগানিস্তান ম্যাচ দিয়ে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে তাঁর।

আগামী ৪ নভেম্বর আহমেদাবাদে ইংলিশদের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর কয়েকদিন বিরতি পেয়েছিল অজিরা। এই বিরতিতে অজি দলের অনেকেই গলফ খেলতে গিয়েছিলেন। খেলা শেষ করে ফেরার জন্য গলফ কোর্টের গাড়িতে উঠেছিলেন ম্যাক্সওয়েল।

হঠাৎ সেখান থেকে পড়ে যান তিনি।

১১১১
মাথায় আঘাত পেয়েছেন ম্যাক্সওয়েল। ছবিঃ এএফপি

পরবর্তীতে জানা যায়, মাথায় আঘাত পেয়েছেন ম্যাক্সওয়েল। কনকাশনের নতুন নিয়ম অনুযায়ী আগামী ৬ থেকে ৮ দিন বিশ্রামে থাকতে হবে তাকে।

আর তাই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে একাদশে থাকছেন না দারুণ ফর্মে থাকা ম্যাক্সওয়েল। এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে ৪০ বলে সেঞ্চুরি করে বিশ্বকাপে ইতিহাস গড়েছেন এই অলরাউন্ডার। ইংলিশদের বিপক্ষে তাকে না পাওয়া তাই অজিদের জন্য ধাক্কাই বটে। ছয় ম্যাচে চারটি জিতে পয়েন্ট তালিকার চারে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাক্সওয়েলের চোটের ব্যাপারে অস্ট্রেলিয়া কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন,’সে তাঁর চোটের কথা জানানোর ব্যাপারে সৎ ছিল। সে ভালো করছে এবং আজ হালকা ব্যায়াম করবে। ভাগ্যিস এর থেকে বড় কোনো ইনজুরিতে তাঁকে পড়তে হয়নি। ব্যাটে বলে সে দুর্দান্ত করছে।’

গলফ খেলতে গিয়ে মাঠের বাইরে ছিটকে যাওয়ার ঘটনা এবারই প্রথম নয়। গত বছর গলফ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন অজি উইকেটকিপার জস ইংলিস এবং ইংল্যান্ড ওপেনার জনি বেয়ারস্টো। দুইজনই গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি।

LEAVE A REPLY