চোটের তালিকা দীর্ঘ হচ্ছে নিউজিল্যান্ডের, যুক্ত হচ্ছেন জেমিসন

বিশ্বকাপ দলের সঙ্গে যুক্ত হচ্ছেন পেসার কাইল জেমিসন। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকাল বোলিংয়ের সময় হ্যামেস্ট্রিংয়ের চোটে পড়েন ম্যাট হেনরি। নিজের ষষ্ঠ ওভারের তৃতীয় বল করে মাঠ ছেড়ে যান এই পেসার। এরপর নিউজিল্যান্ডের বোলিংয়ের সময় আর মাঠে ফেরেননি তিনি।

যদিও হেনরি পরে ব্যাটিং করেছেন।

নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, আজ স্ক্যান করানোর কথা তাঁর। তাঁকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় শনিবার পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে বেঙ্গালুরুতে দলের সঙ্গে যোগ দেবেন আরেক পেসার কাইল জেমিসন।

নিউজিল্যান্ড দলের কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘অল্প সময়ের ব্যবধানে আমাদের পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হবে। আমরা ম্যাটের চোটের কথা ভেবেছি।

নিশ্চয়ই বুঝতে পারছেন, একজন বোলারকে নিয়ে আমরা বাড়তি ঝুঁকি নেব না। ম্যাট বিশ্বমানের একজন ওয়ানডে বোলার। আমরা আশা করছি, আজ তাঁর স্ক্যান রিপোর্ট ভালো আসবে।’

হাতে আর মাত্র এক দিন সময় থাকায় বোঝাই যাচ্ছে, পাকিস্তানের বিপক্ষে হেনরিকে নিয়ে ঝুঁকি নেবে না নিউজিল্যান্ড।

তবে জেমিসনকে নিয়ে আশাবাদী কিউই কোচ স্টিড, ‘আমরা কথা বলেছি, কাইল আসছে। আমরা তাকে দলে স্বাগত জানাতে প্রস্তুত। সে শুক্রবার আমাদের সঙ্গে অনুশীলন করবে এবং শনিবার ম্যাচে বিবেচনার জন্য উন্মুক্ত থাকবে।’

বিশ্বকাপের আগে থেকেই চোটের সঙ্গে লড়ছেন কেন উইলিয়ামসন। এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছেন তিনি।

চোট সমস্যা আছে অলরাউন্ডার জিমি নিশামেরও। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ডান হাতের কবজিতে আঘাত পান নিশাম। পুরো ম্যাচ খেললেও তাঁকে নিয়ে অনিশ্চয়তা আছে। ব্যাটিংও করেছেন শেষদিকে, ৯ নম্বরে।

চোটের তালিকায় থাকা পেসার লকি ফার্গুসন অবশ্য সেরে উঠছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ডান পায়ের হাড়ে চোট পাওয়া এই পেসার গতকাল একাদশে ছিলেন না। তবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ফার্গুসনের। পাকিস্তানের পক্ষে ম্যাচে খেলার জন্য ফিট তিনি। এ ছাড়া চোটের সঙ্গে লড়ছেন মিডল অর্ডার ব্যাটার মার্ক চ্যাপম্যান। পায়ের পেশিতে আঘাত পাওয়ায় সর্বশেষ দুই ম্যাচে তিনি খেলতে পারেননি।

LEAVE A REPLY