মুম্বাই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বিতর্কিত মডেল উরফি জাভেদ। শুক্রবার সকালে প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা গেছে উরফির সঙ্গে কথা বলছেন দুজন নারী পুলিশ কর্মকর্তা।
একজন উরফিকে জিজ্ঞাসা করেন, ‘এত ছোট পোশাক পরে রাস্তায় কেউ ঘোরে?’ উরফিকে তাদের সঙ্গে থানায় যেতে বলতেও দেখা যায় এক পুলিশ কর্মকতাকে। কিছুক্ষণ বাদানুবাদ চলার পর উরফিকে পুলিশের গাড়িতে তোলেন ওই দুই নারী পুলিশ।
এর পরেই উরফিকে গ্রেফতারের জল্পনা উঠেছে। যদিও তাকে সত্যিই গ্রেফতার করা হয়েছে কিনা, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি।
আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়, ‘ভাইরাল ভবানি’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে, একটি কফি শপে বসেছিলেন উরফি। হঠাৎ একটি পুলিশের গাড়ি দোকানের সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে দুজন নারী পুলিশ কর্মকর্তা উরফিকে দোকানের বাইরে ডেকে পাঠান। এর পর তারা উরফিকে তাদের সঙ্গে থানায় যেতে বলেন।
উল্লেখ্য, খোলামেলা পোশাক পরে বহুবার বিতর্কের মুখে পড়েছেন উরফি। গত মাসে বান্দ্রা থানায় তার বিরুদ্ধে একটি অভিযোগও দায়ের করা হয়েছিল বলে সংবাদমাধ্যমে প্রকাশ্যে এসেছিল। তখন উরফি নিজে থেকেই থানায় গিয়েছিলেন।View this post on Instagram