ওমর সানির মাথার ছাদ মৌসুমী, জন্মদিনে দিলেন ভিডিও বার্তা

মর সানী ও মৌসুমী

‘কেয়ামত থেকে কেয়ামত’সিনেমা দিয়ে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় অভিনেত্রী মৌসুমীর। এরপর একের পর এক ব্যবসাসফল উপহার দিয়েছেন এই অভিনেত্রী। প্রিয়দর্শিনী অভিনেত্রী হিসেবে দর্শকহৃদয় জয় করেছেন তিনি। এই অভিনেত্রীর জন্মদিন আজ।

১৯৭৩ সালে আজকের এই দিনে খুলনায় জন্মগ্রহণ করেন তিনি। ক্যালেন্ডারের হিসেবে ৫০ তম বছর পেরিয়ে ৫১ তম বছরে পা রাখলেন মৌসুমী।

জন্মদিনে দেশে নেই অভিনেত্রী। মেয়ের সঙ্গে আমেরিকায় অবস্থান করছেন তিনি।

আর এই দিনটিতে মৌসুমীকে মিস করছেন স্বামী অভিনেতা ওমর সানী। এক ভিডিও বার্তায় ওমর সানী জানালেন, মৌসুমী নেই, তার মাথার উপর ছাদ নেই। ওমর সানি ভিডিওতে বলেছেন, ‘মৌসুমী, আসসালামু আলাইকুম। শুভ জন্মদিন।

আমি খুব মিস করছি। আমার মেয়ের পড়াশোনার জন্য সুদূর আমেরিকা অবস্থান করছো। কিন্তু তুমি কী জানো-যে আমার মাথার উপরের ছাদটা নেই। এখন রাত বাজছে বারোটা, আমি মিস করছি তোমাকে উইশ করার জন্য। সমস্ত বাঙালিদের কাছে প্রিয়দর্শনী মোসুমী তুমি।

ভিডিও বার্তায় ওমর সানির আরও বলেছেন, ‘মৌসুমী আমি তোমাকে পেয়ে ভীষণ ধন্য। আল্লাহ তোমাকে সুস্থ রাখুক, অনেক। ভালো রাখুক। শুভ জন্মদিন আমার ভালোবাসার মানুষ।’

প্রতিবছরই স্ত্রীর জন্মদিনের উৎসব পালন করেন ওমর সানি। এ বারের জন্মদিনে মৌসুমীকে কাছে না পেলেও ওমর সানীর রেস্তোরা চাপওয়ালাতে অনেক আয়োজন রাখছেন এই অভিনেতা।

মৌসুমি অভিনীত ‘অন্তরে অন্তরে’, ‘দোলা’, ‘লুটতরাজ’, ‘আম্মাজান’, ‘মোল্লা বাড়ির বউ’, ‘খায়রুন সুন্দরী’, ‘দেবদাস’ইত্যাদি সিনেমা এখনো ছুঁয়ে আছে দর্শকহৃদয়। শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মৌসুমী তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ছয়বার বাচসাস এবং ছয়বার মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়েছেন।

মৌসুমি সর্বশেষ দেখা গেছে  ‘দেশান্তর’ও ‘ভাঙন’সিনেমায়। মৌসুমী অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবে সাফল্য পেয়েছেন। তার পরিচালিত প্রথম সিনেমা ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’। এরপর তিনি ২০০৬ সালে ‘মেহের নেগার ’ পরিচালনা করেন। এরপর নির্মাণ করছেন ‘শূন্য হৃদয়’।

LEAVE A REPLY