ম্রুনাল ঠাকুর
বলিউডের জনপ্রিয় মুখ ম্রুনাল ঠাকুর। টেলিভিশন পর্দা থেকে নিজের অভিনয় জীবন শুরু করলেও বর্তমানে তিনি বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী। জনপ্রিয় ধারাবাহিক ‘মুঝসে কুছ কেহেতি ইয়ে খামোশিয়া’ দিয়েই নিজের অভিনয়ের ক্যারিয়ার শুরু করেছিলেন ম্রুনাল। ‘কুমকুম ভাগ্য’তেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলেছিল তার।
পরবর্তীকালে বড়পর্দায় সুযোগ পেয়ে যান তিনি। এরপর ‘সুপার ৩০’, ‘বাটলা হাউজ’-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শকদের মাঝে একটা আলাদা পরিচিতিও তৈরি করে ফেলেন তিনি। ২০২২ সালে ‘সীতা রামাম’ চলচ্চিত্রের মাধ্যমে সর্বাধিক জনপ্রিয়তা পান অভিনেত্রী। এরপর থেকেই তাকে ঘিরে আলোচনার কমতি নেই।
তবে সম্প্রতি বিয়ের গুঞ্জনে বেশ আলোচনায় রয়েছেন এই লাস্যময়ী।
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, ম্রুনাল ঠাকুর একজন তেলেগু অভিনেতার প্রেমে পড়েছেন এবং দুজনে শিগগিরই বিয়ে করবেন। আর এই গুঞ্জনের সূত্রপাত সাম্প্রতিক একটি পুরস্কার অনুষ্ঠানে। যেখানে তেলেগু প্রযোজক আল্লু অরবিন্দ দক্ষিণে সংসার পাতার পরামর্শ দেন ম্রুনালকে।
শিগগিরই বিয়ের জন্য আশীর্বাদও করেন। এরপরই শুরু হয় বিয়ের গুজব। তবে, চলমান এই বিয়ের গুজব এবার নিজেই থামিয়ে দিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বিয়ের গুজব উড়িয়ে দিয়েছেন ম্রুনাল।

শুক্রবার (৩ নভেম্বর) ম্রুনাল ঠাকুর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন।
ভিডিওতে বিয়ের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘বন্ধুরা, আপনাদের কষ্ট দেওয়ার জন্য আমি খুব দুঃখিত। সমস্ত স্টাইলিস্ট, ডিজাইনার, বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের কাছে দুঃখ প্রকাশ করছি যারা গত এক ঘন্টা ধরে আমাকে ক্রমাগত ফোন করছেন যখন তারা জানতে পেরেছেন যে আমি তেলেগু ছেলেকে বিয়ে করছি! আমিও জানতে চাই এই ছেলেটি কে?’
অভিনেত্রী আরও বলেন, ‘আমি খুব দুঃখিত। এটি গুজব কারণ আমাকে একজন প্রবীণ প্রযোজক বিয়ের আশীর্বাদ করেছিলেন মাত্র। গুজবটা এতই হাস্যকর যে ভাষায় প্রকাশ করতে পারছি না। তবে আমি শিগগিরই বিয়ে করব। আমার জন্য একটি ছেলে আপনারাই খুঁজন এবং আমাকে বিয়ের লোকেশন, ভেন্যু সব পাঠান।’
উল্লেখ্য, প্রযোজক আল্লু অরবিন্দ, যিনি ‘সীতা রামাম’-এর জন্য ম্রুনাল ঠাকুরকে সেরা অভিনেত্রীর পুরস্কার দিয়েছিলেন, তিনি তখন তাকে আশীর্বাদ করেছিলেন এবং বলেছিলেন, ‘আমি চাই সে হায়দ্রাবাদে স্থায়ীভাবে বসবাস করুক।’ আর সেখান থেকেই মুলত এই অভিনেত্রীর বিয়ের গুজব ছড়িয়ে পড়ে যা নিজের মুখেই সমাপ্তি ঘোষণা করলেন অভিনেত্রী।
ম্রুনাল ঠাকুরকে সর্বশেষ ‘মেড ইন হেভেন’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে দেখা গেছে। এটি নির্মাণ করেছেন জোয়া আখতার,রীমা কাগতি, অলংকৃত শ্রীবাস্তব, নিত্য মেহরা এবং নীরজ ঘায়ওয়ান। শুক্রবার ৩ নভেম্বর মুক্তি পেয়েছে ম্রুনালের সিনেমা ‘আঁখ মিচোলি’। উমেশ শুক্লা পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অভিমন্যু দাসানি এবং পরেশ রাওয়াল। সামনে ম্রুনালকে তেলেগু ফিল্ম ‘হাই নান্না’-তে দেখা যাবে অভিনেতা নানির সঙ্গে। আগামী ৭ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সূত্র : ইন্ডিয়া টুডে