মেট্রো রেলে চড়ে আগারগাঁও থেকে ২৫ মিনিটে মতিঝিলে প্রধানমন্ত্রী

মেট্রো রেলে চড়ে ২৫ মিনিটে আগারগাঁও থেকে মতিঝিলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (৪ নভেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে মেট্রো রেলের আগারগাঁও টু মতিঝিল অংশের উদ্বোধন করেন তিনি। এরপর আধুনিক এই নগর গণপরিবহনে চেপে বসেন প্রধানমন্ত্রী। মাত্র ২৫ মিনিটে আগারগাঁও থেকে মতিঝিলে পৌঁছেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ পথ হারায়নি। মেট্রো রেল নির্মাণ করা হয়েছে সবাই যেন যাতায়াত করতে পারে, কর্মঘণ্টা বাঁচে। আর্থিকভাবে লাভবান হতে পারে। মতিঝিল থেকে কমলাপুর রেলস্টেশন বর্ধিত করছি।

জাপান সরকারকে ধন্যবাদ বিনিয়োগ করায়। মেট্রো রেল নির্মাণে যারা জড়িত তাদের সবাইকে ধন্যবাদ জানাই।

এর আগে ঢাকাকে যানজটমুক্ত করতে গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রো রেলের উদ্বোধন করা হয়। সে সময় মেট্রো রেলের প্রথম অংশ উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তার ১০ মাস পর এসে আজ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দ্বিতীয় অংশের উদ্বোধন করা হলো।

মেট্রো রেল উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সড়কসচিব, মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক, মেট্রো রেলে কর্মরত জাপানি কর্মকর্তাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। মেট্রো রেল উদ্বোধন শেষে বিকেল ৪টায় আরামবাগে জনসভায় অংশ নিয়ে বক্তৃতা দেবেন শেখ হাসিনা। 

LEAVE A REPLY