পাঞ্জাবে জনসভা থেকে বিধায়ককে গ্রেপ্তার করল ইডি

ভারতের পাঞ্জাব রাজ্যে আম আদমি পার্টির (আপ) বিধায়ক যশবন্ত সিং গজ্জন মাজরাকে গ্রেপ্তার করেছে দেশটির কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ব্যাংক জালিয়াতি এবং বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের পুরনো মামলায় অভিযুক্ত তিনি। অমরগড়ের বিধায়ক মাজরাকে প্রকাশ্য জনসভা থেকে সোমবার জোর করে তুলে নিয়ে যায় ইডির তদন্তকারীদল।

আপের পক্ষ থেকে মাজরার আটক নিয়ে কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে নিশানা করা হয়েছে।

দলের মুখপাত্র মালবিন্দর কাং বলেন, ‘ইডি আদতে কেন্দ্রীয় বিজেপি সরকারের রাজনৈতিক ষড়যন্ত্রের অংশীদার। মিথ্যা মামলায় আমাদের দলের বিধায়ককে জনসভা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।’

প্রসঙ্গত, মাজরাসহ কয়েকজন অভিযুক্তের বিরুদ্ধে ৪১ কোটি রুপির ব্যাংক দুর্নীতি মামলা এবং বেআইনি ভাবে ১৬ কোটি ৫৭ লাখ রুপি মূল্যের বিদেশি মুদ্রা মজুদের অভিযোগ রয়েছে। আপ বিধায়ককে তদন্ত সংস্থা কমপক্ষে তিনবার তলব করেছিল।

কিন্তু তিনি সব সমন এড়িয়ে গেছেন।

মাজরার বিরুদ্ধে ইডির পদক্ষেপ আপপ্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ বিরোধী দল এবং নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর তৎপরতার মধ্যে এলো।

মাজরা ও তার সঙ্গে ‘জড়িত’ সংস্থা তারা করপোরেশন লিমিটেডসহ আরো কয়েকজনের বিরুদ্ধে পাঞ্জাবের লুধিয়ানার ব্যাংক অব ইন্ডিয়ার একটি শাখার অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত করেছিল কেন্দ্রীয় অনুসন্ধান সংস্থা (সিবিআই)। আপ বিধায়কের কয়েকটি ঠিকানায় গত সেপ্টেম্বরে তল্লাশিও চালিয়েছিল সিবিআইয়ের তদন্তকারীদল।

পরে এই মামলায় বেআইনি আর্থিক লেনদেনের সন্ধান পেতে তদন্ত শুরু করে ইডি। কিন্তু তিনি তদন্তে সহযোগিতা করেননি বলে কেন্দ্রীয় সংস্থাটির একটি সূত্র দাবি করেছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি

LEAVE A REPLY