পর্যায়ক্রমে বিদ্যুৎ ও পানির ভর্তুকি থেকে সরে আসার নির্দেশ প্রধানমন্ত্রীর

পর্যায়ক্রমে পানি ও বিদ্যুৎখাত থেকে ভতুকি তুলে দেয়ওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিদ্যুৎ ও পানি আমরা সবাই ব্যবহার করি। এতে সবাই ভর্তুকি পায় তা ঠিক নয়। আমাদের এ জায়গা থেকে বের হয়ে আসতে হবে।

ধীরে ধীরে এলাকা ও আয়ের ওপর ভিত্তি করে বিদ্যুৎ ও পানির দাম নির্ধারণ করতে করতে হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা নগর এনইসি সভাকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী একনেক সভায় সভাপতিত্ব করেন। সভাশেষে প্রধানমন্ত্রীর অনুশাসনের বিস্তারিত তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ধীরে ধীরে ভর্তুকি থেকে বের হওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। আমি মন্ত্রী, আমি পানি বিদ্যুতে যে ভর্তুকি পাই- একই ভর্তুকি যদি একজন দিনমজুর পান তাহলে এটা ঠিক হলো না। তাই প্রধানমন্ত্রী এলাকাভিত্তিক ও আয় পানি-বিদ্যুতের দাম নির্ধারণের কথা বলেছেন। পরিকল্পনামন্ত্রী বলেন, এখনও চূড়ান্ত পর্যায়ে তেমন কোনো আলোচনা হয়নি।

সমনের দিনে হয় তো এসব বিষয়ে আলোচনা হবে।

এম এ মান্নান বলেন, ঢাকায় উঁচু ভবন নির্মাণে সতর্ক হতে হবে, যাতে এয়ার ফানেলে না পড়ি। এ ছাড়া রাস্তার পাশে জলাধার খননের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

একনেকে ৩৯ হাজার ৩৪৪ কোটি টাকায় ৪৪ প্রকল্প অনুমোদন : ৩৯ হাজার ৩৪৪ কোটি টাকা ব্যয়ে ৪৪টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক সভায় সভাপতিত্ব করেন।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি জানান, প্রকল্পগুলোর মোট ব্যয়ের সরকারি অর্থায়ন ৩০ হাজার ১২৩ কোটি টাকা আসবে সরকারি অর্থায়ন থেকে। বৈদেশিক ঋণ থেকে আসবে ৭ হাজার ৫৮৯ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে আসবে ১ হাজার ৬৩৯ কোটি টাকা।  

LEAVE A REPLY