আরিফিন শুভ
গেল বছর ডিসেম্বরে নতুন সিনেমার ঘোষণা দিয়েছিলেন অভিনেতা আরিফিন শুভ। ‘ফুটবল ৭১’ নামের সেই সিনেমার শুটিংও শেষ করেছেন এই অভিনেতা। মাঝে পশ্চিমবঙ্গের পরিচালক অরিন্দম শীলের ‘উনিশ এপ্রিল’ নামের ওয়েব সিরিজের অভিনয়ও শেষ করেছেন। তবে এ দুটির একটিও এখনো মুক্তি পায়নি।
তবে এ দুটি মুক্তি না পেলেও গেল মাসে মুক্তি পেয়েছে অভিনেতা আরিফিন শুভ অভিনীত আলোচিত সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’। বাংলাদেশ ও ভারতে বেশ চলেছে ছবিটি।
এরই মধ্যে নতুন সিনেমার খবর দিলেন এই অভিনেতা। নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
সিনেমার নাম ‘নীলচক্র’। সিনেমাটি পরিচালনা করছেন মিঠু খান। সিনেমাটির চিত্রনাট্য ও কাহিনিবিন্যাস করেছেন নাজিম উদ দৌলা ও মিঠু খান। দ্রুতই সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন এই অভিনেতা।
তবে সিনেমাটি নিয়ে এখনই বিস্তারিত বলতে নারাজ এই অভিনেতা। বললেন, ‘দর্শক সমসাময়িক একটি গল্প দেখতে পাবেন। গল্পের প্যাটার্ন ডার্ক, সঙ্গে আরো কিছু আছে।’
ফিল্ম ফায়োস প্রডাকশন প্রযোজিত ও ফিল্ম লাইফ প্রডাকশন নিবেদিত এই সিনেমায় আরিফিন শুভর সঙ্গে আরো অভিনয় করছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, ডলার প্রমুখ।