ইসরাইলের সমর্থনে দু’ভাগ বাইডেনের দল

গাজায় ইসরাইলের হামলার শুরু থেকেই জোর সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুধুমাত্র মৌখিকভাবেই নয় অস্ত্র, গোলাবারুদসহ রণতরী পাঠিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে গাজায় টানা এক মাসের বেশি সময় ধরে বর্বর হামলা চালাচ্ছে দখলদার ইহুদি রাষ্ট্র। প্রতিবাদে ফুঁসে উঠেছে বিশ্বের শান্তিপ্রিয় জনতা। দেশে দেশে রাস্তায় রাস্তায় চলছে বিক্ষোভ। বিভক্তি সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দলেও। নৃশংস এ ধ্বংসযজ্ঞে হোয়াইট হাউজের সমর্থনে ইতোমধ্যেই দু’ভাগে ভাগ হয়ে গেছে প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্রেটিক। ইসরাইলকে বিবেকশূন্য অন্ধ সমর্থনে নিজ দলেই সমালোচিত হচ্ছেন বাইডেন। সিএনএন, বিবিসি।

মোটামুটি সমান দু’ভাগে বিভক্ত হয়ে গেছে ডেমোক্রেটিক পার্টি। শুক্রবার অ্যাসোসিয়েটেড প্রেস-এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্সের একটি জরিপে দেখা গেছে, ৫০ শতাংশ ডেমোক্র্যাট বাইডেনকে সমর্থন করেন। অন্যদিকে ৪৬ শতাংশ তার নেওয়া সিদ্ধান্তগুলোয় অনাস্থা জানিয়েছেন। যুদ্ধকে কেন্দ্র করে ডেমোক্র্যাটদের নীতিনির্ধারণী পর্যায়েও দেখা দিয়েছে গভীর বিভাজন। অনেকেই মনে করেছেন, বিষয়টি বাইডেনের পুনঃনির্বাচনের প্রচেষ্টাকে জটিল করে তুলবে। ৫০০ জনের বেশি বাইডেন সমর্থক প্রচার কর্মী গাজার পক্ষে কথা বলছেন। 

চলমান এ ঘটনায় ইসরাইলের সমর্থনে প্রেসিডেন্ট জো বাইডেনকে অভ্যন্তরীণ এবং বৈদেশিক চাপের সম্মুখীন হতে হচ্ছে। এমনকি বাইডেনকে গোপনে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন কূটনীতিবিদরাও। প্রতিদিন শত শত নারী-শিশু হত্যায় আরব দেশগুলোতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভের জন্ম নিয়েছে। কূটনৈতিকদের মতে, ইসরাইলের জোরালো সমর্থনে ‘এক প্রজন্মের  জন্য যুক্তরাষ্ট্র আরব জনগণকে হারাচ্ছে’।

কায়রোর মার্কিন দূতাবাস থেকে দেওয়া রাষ্ট্র-চালিত মিসরীয় সংবাদপত্রে মন্তব্যে বলা হয়েছে ‘প্রেসিডেন্ট বাইডেনের নিষ্ঠুরতা এবং ফিলিস্তিনিদের প্রতি অবজ্ঞা পূর্ববর্তী সব মার্কিন প্রেসিডেন্টকে ছাড়িয়ে গেছে।’ মধ্যপ্রাচ্যের মার্কিন সেনারাও বারবার হামলার শিকার হয়েছেন। গত তিন সপ্তাহে যুক্তরাষ্ট্র ও তাদের জোট বাহিনী ৪৬ বার হামলার মুখোমুখি হয়েছে। শুক্রবার এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। তাদের তথ্যানুযায়ী, ১৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত মার্কিন ও জোট বাহিনীর ওপর অন্তত ৪৬ বার হামলা চালানো হয়েছে। এর মধ্যে ইরাকে ২৪ বার এবং সিরিয়ায় ২২ বার। ড্রোন ও রকেট দিয়ে এসব হামলা চালানো হয়েছে। হামলায় অন্তত ৫৬ জন আহত হয়েছেন। 

LEAVE A REPLY