ফ্ল্যাট বিক্রি করে দিলেন রণবীর সিং
সময়টা বেশ ভালোই যাচ্ছে বলিউড তারকা রণবীর সিংয়ের। বলিউডে এই মুহূর্তে বেশ দাপট চলছে অভিনেতার। নামিদামি ব্র্যান্ডের বিজ্ঞাপনেও তিনি শীর্ষস্থানীয় তারকাদের মধ্যে অন্যতম। অর্থবিত্ত, প্রাচুর্যের কমতি নেই।
তবে হঠাৎ করেই নিজের দুটি ফ্ল্যাট বিক্রি করে দিলেন অভিনেতা! কিন্তু কেন?
জানা গেছে, মুম্বাইয়ের গোরেগাঁও এলাকায় অবস্থিত এই ফ্ল্যাট দুটি ১৫.২৫ কোটি রুপিতে বিক্রি করেছেন রণবীর। অনলাইন প্রপার্টি কনসালটেন্সি সংস্থা ইনডেক্সট্যাপ ডটকমের নথি থেকে এমনটাই জানা যাচ্ছে। ২০১৪ সালের ডিসেম্বরে ফ্ল্যাট দুটি ৪.৬৪ রুপিতে কিনেছিলেন রণবীর। দুটি ফ্ল্যাটই মুম্বাইয়ের গোরেগাঁও পূর্ব এলাকার ওবেরয় রিয়েলটির প্রকল্প ওবেরয় এক্সকুইজিটে রয়েছে।
এই আবাসনটি ওবেরয় মলের কাছে ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে অবস্থিত। ১৩২৪ বর্গফুটের ফ্ল্যাট। মোট ছয়টি পার্কিং স্পট রয়েছে। নথি অনুযায়ী, প্রতিটি ফ্ল্যাটের স্ট্যাম্প শুল্ক ছিল ৪৫.৭৫ লাখ রুপি।
জানা গেছে, ৬ নভেম্বর চুক্তি রেজিস্ট্রেশন হয়। নথি অনুযায়ী, ফ্ল্যাটটি একই হাউজিং কমপ্লেক্সের এক ব্যক্তির কাছে বিক্রি করেছেন রণবীর। কিন্তু হঠাৎ করে কেন ফ্ল্যাট বিক্রি করে দিলেন? এ বিষয়ে অভিনেতার কাছে জানতে চাওয়া হলে রণবীর কোনো প্রতিক্রিয়া জানাননি। ধারণা করা হচ্ছে, আবাসন ব্যবসার অংশ হিসেবেই ফ্ল্যাট বিক্রি করেছেন এই তারকা।
গোরেগাঁওয়ের অ্যাপার্টমেন্ট ছাড়াও রণবীরের অন্যান্য সম্পত্তি রয়েছে।
অভিনেতা ২০২২ সালে পশ্চিম বান্দ্রায় ১১৯ কোটি রুপিতে একটি কোয়াড্রুপ্লেক্স ফ্ল্যাট কিনেছিলেন। রণবীর এবং তাঁর বাবা জগজিৎ সুন্দরসিং ভাবনানি বান্দ্রা ওয়েস্ট নামে একটি বিল্ডিংয়ের ১৬, ১৭, ১৮ ও ১৯ তলায় একটি করে অ্যাপার্টমেন্ট কিনেছিলেন বলেও জানা গেছে। এই সম্পত্তির চুক্তি মূল্য ১১৮.৯৪ কোটি রুপি এবং স্ট্যাম্প ডিউটি ছিল ৭.১৩ কোটি রুপি। এই সম্পত্তির কার্পেট এরিয়া ১১,২৬৬ বর্গফুট এবং টেরেস এরিয়া ১,৩০০ বর্গফুট। সঙ্গে ১৯টি পার্কিং স্পেস রয়েছে।
তবে শুধু রণবীরই নন, বলিউডের আরো দুই তারকা অক্ষয় কুমার ও সোনম কাপুরও মুম্বাইয়ের রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত। অক্ষয় কুমার ২০২২ সালে আন্ধেরি পশ্চিমে ১২৮১ বর্গফুটের কার্পেট এরিয়াসহ একটি অ্যাপার্টমেন্ট ছয় কোটি রুপিতে সংগীত পরিচালক ডাবু মালিকের কাছে বিক্রি করেছিলেন। সোনম কাপুর বান্দ্রা কুরলা কমপ্লেক্স এলাকায় ৫,৫৩৩ বর্গফুটের বিল্ট-আপ এলাকাসহ একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি প্রায় ৩২ কোটি রুপিতে বিক্রি করেছিলেন বলে জানা গেছে।