বলিউডের চেয়ে দক্ষিণী সিনেমাকে যে কারণে এগিয়ে রাখলেন বিদ্যা

বিদ্যা বালান

বিদ্যা বালান ভারতের অন্যতম প্রভাবশালী অভিনেত্রী। বলিউডে নারীকেন্দ্রিক সিনেমার অগ্রদুত হিসেবেও ডাকা হয় তাকে। একের পর এক নারীকেন্দ্রিক সিনেমায় অভিনয় করে একের পর এক হিটও দিয়েছেন বক্স অফিসে। বলিউডে খান, কুমার, কাপুরদের সঙ্গে পাল্লা দিয়ে নারীনির্ভর সিনেমায় একাই সাফল্য দিয়েছেন এই অভিনেত্রী।

তবে বলিউড এখন আর আগের ছন্দে নেই। ভারতীয় দর্শকদের পছন্দেও এসেছে পরিবর্তন। এখন চলছে দক্ষিণী সিনেমার তাণ্ডব। সম্প্রতি অভিনেত্রী বলিউড আর দক্ষিণের ইন্ডাস্ট্রি নিয়ে খোলামেলা কথা বলেছেন।

এক সাক্ষাৎকারে বিদ্যা বলিউডের পরিবর্তে দক্ষিণী সিনেমার পক্ষই নিলেন।

বর্তমানে সিনেমাবাজারে বলিউডের চলচ্চিত্র অনেকটাই নিম্নমুখী। বিগত কয়েক বছর ধরে দক্ষিণের সিনেমার কাছে রীতিমতো ধরাশায়ী বলিউড। আর দক্ষিণের কাছে বলিউডের এমন কুপোকাত হওয়ার কারণ হিসেবে শৃঙ্খলা ও নিজস্বতাকেই দায়ী করলেন অভিনেত্রী।

তার মতে, দক্ষিণের সিনেমা অনেক খাঁটি। তাদের সংস্কৃতির মতোই নিজস্বতা রয়েছে তাদের চলচ্চিত্রে।

1
নারীকেন্দ্রিক চলচ্চিত্রে বরাবরই সেরা বিদ্যা বালান

‘হাউ আই মাসাবা’ পডকাস্টে ডিজাইনার-অভিনেত্রী মাসাবা গুপ্তার সাথে কথোপকথনে বিদ্যা বলেন, “আমি অনুভব করি যে তারা তাদের কাজের ব্যাপারে অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ, এটা নিশ্চিত। যদিও আমি বলব যে আমি যে ধরনের চলচ্চিত্র করি সেখানে অনেক শৃঙ্খলা রয়েছে। কারণ, না থাকারও উপায়ও নেই।

এগুলি ছোট বাজেটে তৈরি করা হয়, এগুলি মাঝারি আকারের চলচ্চিত্র। এজন্য একটি নির্দিষ্ট কঠোরতা থাকে যার মধ্যে তাদের কাজ করতে হয়। আমি কখনই হিন্দিতে মেগা প্রজেক্টের কোনো ফিল্মে ছিলাম না, তাই আমি জানি না এটি কীভাবে কাজ করে। বলিউডে অনেক কিছুই কাজ করছে না। কিন্তু আমি মনে করি ‘খাঁটি’ হওয়ার বিষয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। তারা (দক্ষিণ) তাদের নিজস্বতা উপস্থাপন করছে। হিন্দি চলচ্চিত্রের নিজস্বতা কি?”

বিদ্যা বালান বলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেত্রী হলেও তার জন্ম দক্ষিণ ভারতে। কেরালার পালঘাটে জন্মগ্রহণ করেন অভিনেত্রী। তার বাবা পিআর বালান ইটিসি চ্যানেলের ভাইস-প্রেসিডেন্ট। বিদ্যা ক্যারিয়ারের শুরুতে তামিল, তেলেগু এবং মালায়লাম সিনেমাতেও অভিনয় করেছেন।

বিদ্যাকে সর্বশেষ দেখা গেছে থ্রিলার চলচ্চিত্র ‘নিয়ত’-এ। এর আগে ‘জলসা’ ও ‘শেরনি’তে অভিনয়ের জন্যও প্রশংসিত হয়েছেন তিনি। অভিনেত্রীকে সামনে দেখা যাবে ‘লাভার্স’ শিরোনামের একটি চলচ্চিত্রে যেটিতে প্রধান ভূমিকায় অভিনয় করবেন সেন্ধিল রামামূর্তি। এছাড়াও একটি আসন্ন সিনেমায় শাহরুখ খান এবং সুহানা খানের সঙ্গেও দেখা যেতে পারে বিদ্যাকে।

সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

LEAVE A REPLY