অভিনেত্রী অনন্যা পাণ্ডে
হঠাৎ করে সামাজিক মাধ্যমে কিছু ছবি ঘুরছে। ছবিগুলোতে হলিউড অভিনেত্রী ও মডেলদের সঙ্গে দেখা যাচ্ছে বলিউড অভিনেত্রী ও চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডেকে। ছবিগুলো প্রকাশের পর থেকেই অনন্যার অনুরাগীদের মধ্যে গুঞ্জন, তবে কি হলিউডে যাত্রা করছেন অভিনেত্রী?
আসলে ছবিগুলো তোলা হয়েছে নিউ ইয়র্কের একটি দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে। সম্প্রতি নিউ ইয়র্ক সিটিতে একটি বিখ্যাত জুয়েলারি ব্র্যান্ডের দোকান উদ্বোধনের ইভেন্টে যোগ দিয়েছিলেন অনন্যা।
সেখানেই হাজির ছিলেন কিম কার্দাশিয়ান, অ্যাশলে গ্রাহামের মতো তারকা। বিখ্যাত রিয়ালিটি টিভি তারকা কিম কার্দাশিয়ান ও উপস্থিত হলিউড তারকাদের সাথে ছবি তোলার সুযোগ মিস করলেন না অভিনেত্রী। আর সেই অত্যাশ্চর্য ছবিগুলো ভক্তদেরও বেশ আনন্দিত করছে।

একটি ছবিতে কিমকে দেখা গেছে ওয়েস্টার্ন শর্ট ড্রেসে ও অনন্যার দেখা মিলেছে পাউডার নীল রঙের বডিকন পোশাকে।
অপর ছবিতে অনন্যাকে দেখা যাচ্ছে সেরেনা উইলিয়ামসের সঙ্গে। অন্য একটি ছবিতে অ্যাশলে গ্রাহামের সঙ্গে দেখা মিলেছে চাঙ্কিকন্যার। সঙ্গে ছিলেন তার বোন রাইসা পাণ্ডে।
ছবিগুলো শেয়ার করে হলিউড তারকাদের সঙ্গে দেখা করার মুহূর্তকে বিশেষ বলে উল্লেখ করেছেন অনন্যা।

এদিকে হলিউড তারকাদের সঙ্গে ছবি প্রকাশের পর অনন্যা ভক্তরা যেমন তাকে ভালোবাসা জানিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন, তেমনি অনেক ভক্ত দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। ‘অনন্যা কি তাহলে হলিউডে যাত্রা করছে?’―এমন প্রশ্নও করেছেন অনেকে। তবে অনন্যা নিজের পোস্টে স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, এটি একটি সাধারণ সাক্ষাৎ। একই অনুষ্ঠানে দেখা হয়ে গেছে তাদের, যা তাকেও আনন্দিত করেছে।
অনন্যা ও কিম কার্দাশিয়ান ছাড়াও জুয়েলারি ব্র্যান্ড ইভেন্টে উপস্থিত ছিলেন অ্যাশলে গ্রাহাম, সেরেনা উইলিয়ামস, গুইনেথ প্যালট্রো ও ফ্রিদা পিন্টোর মতো বিশ্ব তারকারা।