আইরিশ এয়ারলাইন রায়ানএয়ারের বিমান।
আইরিশ এয়ারলাইন রায়ানএয়ারের একটি বিমান লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে উড্ডয়নের পর আরোহণের সময় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়েছিল। যুক্তরাজ্যের এসেক্স কাউন্টি পুলিশ প্রকাশিত গত পাঁচ বছরে অজ্ঞাত উড়ন্ত বস্তু (ইউএফও) দেখার ঘটনা সম্পর্কিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এসেক্স পুলিশের তথ্য অনুসারে, বিমানটি চার হাজার ফুট উচ্চতায় একটি ‘কালো’ বস্তুর মুখোমুখি হয়েছিল। সে সময় অজ্ঞাত ওই বস্তু ও বিমানটির মধ্যে দূরত্ব ছিল ‘২০ মিটার’।
২০২২ সালের ঘটনার বর্ণনা দিয়ে এসেক্স পুলিশ জানিয়েছে, রায়ানএয়ারের বিমানটি স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে আরোহণ করছিল। সেটি যখন চার হাজার ফুট উচ্চতায় পৌঁছয়, তখন সেন্ট এলিজাবেথ সেন্টারের ঠিক ওপরে পাইলট একটি বস্তু দেখতে পান। তিনি বস্তুটিকে ‘কালো’ হিসেবে বর্ণনা করেছেন।
পুলিশের রেকর্ড অনুসারে, বিমানটি ঘণ্টায় ২৩০ মাইল বেগে ওড়ার সময় বস্তুটি ২০ মিটার দূরত্বে উত্তর থেকে দক্ষিণে চলে যায়।
পাইলটরা বলেছেন, এটি সম্ভবত একটি ড্রোন ছিল। কিন্তু বিমানবন্দরের ড্রোন পর্যবেক্ষণ সরঞ্জামগুলো এটিকে শনাক্ত করতে পারেনি।
পুলিশের প্রতিবেদনে আরো তিনটি ঘটনা রয়েছে, যেখানে বিমানগুলোকে গত বছর এসেক্সের ওপর আরেকটি ‘বস্তু’ সম্পর্কে সতর্ক করা হয়েছিল।
এ ছাড়া এসেক্স পুলিশের ওয়েবসাইটে ইউএফওসংক্রান্ত অন্যদের জানানো ঘটনাও রয়েছে।
কোলচেস্টার থেকে একজন চলতি বছরের ৫ জুন বলেছেন, ‘আমি একটি অজ্ঞাত উড়ন্ত বস্তু দেখার ঘটনা জানাতে চাই। বস্তুটি ডিম্বাকৃতির ও ধাতব রঙের ছিল। তবে কোনো আপাত চিহ্ন বা আলো ছিল না। প্রচলিত কোনো বিমানের বৈশিষ্ট্যও এতে ছিল না।’
তিনি আরো জানান, বস্তুটি তার অবস্থানের ঠিক দক্ষিণে একটি সরল রেখায় পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছিল।
বস্তুটির উচ্চতা ১০০ ফুটের কাছাকাছি ছিল বলে তার অনুমান। উচ্চতা বা যাত্রার দিক থেকে কোনো বিচ্যুতি বা আবহাওয়ার কোনো প্রভাব ছাড়াই এটি খুব মসৃণভাবে আকাশে চলছিল।
সূত্র : এনডিটিভি