হামাস-ইসরায়েল যুদ্ধের সর্বশেষ যা জানা যাচ্ছে

বোমাবর্ষণে আলোকিত গাজার আকাশ। ছবি : গেটি ইমেজ

রাতভর গাজায় ইসরায়েলি হামলা চলেছে। এখন পর্যন্ত যুদ্ধের সর্বশেষ একনজরে দেখে নেওয়া যাক।

► মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজা স্ট্রিপের হাসপাতালগুলোকে অবশ্যই সুরক্ষিত রাখতে হবে। তিনি ইসরায়েলকে গাজায় পদক্ষেপের বিষয়ে আরো নমনীয় হতে বললেন।

► বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজার বৃহত্তম হাসপাতাল আল-শিফাকে একটি কবরস্থান হিসেবে বর্ণনা করেছে। গাজার চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, গাজা উপত্যকার বৃহত্তম আল-শিফা হাসপাতালের ভেতরে ও আশপাশে মৃতদেহ স্তূপ হয়ে পচতে শুরু করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হুমকির কারণে মৃতদেহ দাফন করা যাচ্ছে না।  

► ইসরায়েল বলছে, হামাস আল-শিফা হাসপাতালকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে।

ইসরায়েলি সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছিলেন, হামাস গাজায় একটি শিশু হাসপাতালকে অস্ত্র মজুদ করার জন্য ব্যবহার করেছিল। তবে সংবাদ সংস্থা বিবিসি এসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি। হামাসও অভিযোগটি অস্বীকার করেছে।

► হামাস বলেছে, গাজায় মৃতের সংখ্যা এখন ১১ হাজার ২৪০।

► জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় ‘ওসিএইচএ’ জানিয়েছে, আনুমানিক দুই লাখ ফিলিস্তিনি গাজার উত্তর থেকে ইসরায়েলের খোলা মানবিক করিডরের মাধ্যমে দক্ষিণে চলে গেছে। তারা আরো সতর্ক করে জানিয়েছে, দক্ষিণে অতিরিক্ত ভিড়, আশ্রয়, খাদ্য ও পানির অভাব ক্রমবর্ধমান উদ্বেগের সৃষ্টি করছে।

► যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ইসরায়েলকে অবশ্যই আত্মরক্ষা করতে এবং তার জিম্মিদের দেশে ফিরিয়ে আনতে সক্ষম হতে হবে। তবে আন্তর্জাতিক আইনের মধ্য থেকে কাজ করতে হবে। হাসপাতালসহ নিরপরাধ বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য সব ব্যবস্থা নিতে হবে।

পশ্চিম তীরে চরমপন্থী সহিংসতা বন্ধ করতে হবে। তিনি যুদ্ধে জরুরি এবং মানবিক বিরতির আহ্বান জানিয়েছেন।

সূত্র : বিবিসি

LEAVE A REPLY