সেমিফাইনালের দর্শক ডেভিড বেকহামও

সাবেক ফুটবলার ডেভিড বেকহাম।

এই বিশ্বকাপের সময়ই ওয়াংখেড়ে স্টেডিয়ামে উন্মোচিত হয়েছে তাঁর ভাস্কর্য। আগামীকাল তাঁর হোম গ্রাউন্ডে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালের সময় অবশ্য সশরীরেই উপস্থিত থাকবেন শচীন টেন্ডুলকার। 

স্টেডিয়ামের বক্সে তাঁর সঙ্গে বসে রোহিত শর্মা আর কেন উইলিয়ামসনদের লড়াই দেখবেন এমন একজন, যিনি কিনা আরো বেশি বৈশ্বিক তারকা। খেলা ছাড়ার বহু বছর পরেও তারকাখ্যাতিতে আগের মতোই উজ্জ্বল ইংল্যান্ডের সাবেক ফুটবলার ডেভিড বেকহাম থাকবেন ওয়াংখেড়ে স্টেডিয়ামের দর্শক সারিতে।

এই ম্যাচের সময় নিশ্চিতভাবেই গ্যালারিতে হুমড়ি খেয়ে পড়তে চলেছেন ক্রিকেট এবং বলিউডের তারকারা। তাঁদের ছাপিয়ে সব মনোযোগের কেন্দ্রবিন্দুতে চলে আসার কথা ইংল্যান্ড ফুটবল দলের সাবেক অধিনায়কেরই।

এখন তিনি ভারতেই আছেন। ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে তিন দিনের সফরের শুরুতেই তিনি গেছেন গুজরাটে।

সেখান থেকে তাঁর বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল দেখতে মুম্বাইতে আসার বিষয়টি নিশ্চিত করেছেন আইসিসির মিডিয়া ম্যানেজার মেরি গডবিয়ারও, “মিস্টার বেকহাম ইউনিসেফের উদ্যোগে ভারতে এসেছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে এই সংস্থাটির সঙ্গে আইসিসিরও পার্টনারশিপ রয়েছে। ‘ক্রিকেট ফর গুড’ নামের একটি যৌথ কার্যক্রমও রয়েছে এই দুই সংস্থার। এর অংশ হিসেবেই এই ফুটবল তারকা ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালের সময় ওয়াংখেড়েতে উপস্থিত থাকবেন।

ম্যাচের বিরতিতে শিশুদের সঙ্গেও কিছুক্ষণ সময় কাটানোর কথা রয়েছে তাঁর।” জানা গেছে, তাঁর বসার ব্যবস্থাও করা হয়েছে শচীনের সঙ্গেই।

LEAVE A REPLY