বিশ্বকাপের গত আসরে ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হেরে ট্রফি হাতছাড়া করে নিউজিল্যান্ড। চার বছর পর হওয়ার আরেকটি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে হেরে আসর থেকে ছিটকে যায় নিউজিল্যান্ড।
আজ বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ৩৯৮ রানের বিশাল টার্গেট তাড়ায় নিউজিল্যান্ড হেরে যায় ৭০ রানে।
খেলা শেষে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ভারতকে অভিনন্দন তারা অসাধারণ ক্রিকেট খেলেছে। সম্ভবত তারা আজ নিজেদের সেরা ক্রিকেট খেলেছে। ৩৯৮ রান তাড়া করে জয় পাওয়া সত্যিই কঠিন ব্যাপার। তারপরও আমরা চেষ্টা করেছি।
তিনি আরও বলেন, ভারত এবারের বিশ্বকাপে টপ ক্লাস ক্রিকেট খেলছে। তাদের বিশ্বমানের ব্যাটসম্যান আছে। আয়োজক হিসেবেও তারা ভালো করছে।
টুর্নামেন্টের সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে কয়েকজন ক্রিকেটারের অবিশ্বাস্য পারফরম্যান্স ছিল জানিয়ে উইলিয়ামসন বলেন, আমাদের কিছু খেলোয়াড় এবারের আসরে অবিশ্বাস্য পারফরম্যান্স করেছে। বিশেষ করে রাচিন রবিন্দ্র এবং ড্যারেল মিচেল পুরো টুর্নামেন্টে খুব ভালো খেলেছে।