রুনা লায়লা। ছবি : সংগৃহীত
পাঁচ দশকের বেশি সময় ধরে গান গেয়ে দর্শক হৃদয় জয় করেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। সংগীত জগতের এই কিংবদন্তির আজ জন্মদিন। এই বিশেষ দিনে প্রিয়জন, ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন তিনি। সেই সঙ্গে তারকাদের ভালোবাসাও পাচ্ছেন তিনি।
রুনা লায়লার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা লিখেছেন, আমি কখনো ভাবিনি আমি রুনা লায়লা ম্যামের কাছে যেত পারব, কথা বলতে পারব, অভিজ্ঞতা শেয়ার করতে পারব। তার কাছ থেকে যেসব পরামর্শ পেয়েছি, আমার মনে হচ্ছে আমি স্বপ্নে বাস করছি। তিনি সত্যিই একটি মিষ্টি মানুষ। শুভ জন্মদিন, জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা ম্যাম।
সংগীতশিল্পী কোনাল লিখেছেন, হ্যাপি বার্থডে মাই কুইন, ম্যাডাম রুনা লায়লা।
ক্লোজআপ তারকা সালমা রুনা লায়লার সঙ্গে দুটি ছবি পোস্ট করে লিখেছেন, শুভ জন্মদিন ম্যাডাম। আপনি আমাদের বাংলাদেশ। আপনি আমাদের অহংকার।
ছোটবেলা থেকে আপনার গান অনেক মঞ্চে গেয়েছি, এখনো গাচ্ছি প্রতিদিন। আপনাকে আমি অনেক ভালোবাসি। আমি অনেক কিছু প্রকাশ করতে পারি না, আজকে বলে দিলাম, আমি আপনাকে ভীষণ ভালোবাসি। আপনার সুরে গান করার অপেক্ষায় আছি। নিজেকে একটু একটু করে রেডি করছি ম্যাডাম।
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। সব সময় অনেক ভালো থাকুন।
এ প্রজন্মের কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা তিনি লিখেছেন, শুভ জন্মদিন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী, বাংলাদেশের গৌরব ম্যাডাম রুনা লায়লা। আমার ছোট্ট সংগীতজীবনে আপনার একটু সান্নিধ্য পাওয়া পরম আনন্দের। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
শিল্পী দিনাত জাহান মুন্নি অনেক আগের একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে রুনা লায়লার সঙ্গে অভিনেত্রী সাদিকা পারভিন পপি, শাবনূর, আঁখি আলমগীরকে দেখা যাচ্ছে। রুনা লায়লাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন- শুভ জন্মদিন শ্রদ্ধেয় রুনা লায়লা। সুরে, সৌন্দর্যে, সত্যে, সম্ভাষণে, ভালোবাসায়, স্নেহে, সম্মানে, গৌরবে আপনি আমাদের পরিচয়। শুভ জন্মদিন। আল্লাহ আপনাকে সুস্থ এবং সুন্দর রাখুন– আমিন।
অভিনেত্রী শাবনূর লিখেছেন, শুভ জন্মদিন আমাদের গর্ব, জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা আপু।
শিল্পী রবি চৌধুরী রুনা লায়লাকে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, আমাদের একজনই রুনা লায়লা আছেন। যাকে নিয়ে আমরা গর্ব করতে পারি। আজকে আপনার জন্মদিন- এই দিনটি বারবার ফিরে আসুক। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন সব সময়- শুভ কামনা।
১৯৫২ সালের ১৭ নভেম্বর সিলেটে জন্ম গ্রহণ করেন রুনা লায়লা। বয়স যখন আড়াই বছর তখন তার বাবা রাজশাহী থেকে বদলি হয়ে তৎকালীন পশ্চিম পাকিস্তানের মুলতানে যান। সে সূত্রে তার শৈশব কাটে পাকিস্তানের লাহোরে। সংগীতশিল্পী মায়ের কাছে শিখেছেন সংগীতের প্রাথমিক ব্যাকরণ। এরপর করাচির সংগীতজ্ঞ আব্দুল কাদের পিয়ারাঙ্গ ও হাবীব উদ্দিন খানের কাছে তামিল নেন। মাত্র ছয় বছর বয়সে গান শুরু করেন রুনা।
ক্যারিয়ারজুড়ে পেয়েছেন নানা পুরস্কার। এসবের মধ্যে রয়েছে বাংলাদেশ থেকে ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দেশের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা দিবস পুরস্কার। এ ছাড়া ভারত থেকে পেয়েছেন সায়গল পুরস্কার। পাকিস্তান থেকে অর্জন করেছেন নিগার, ক্রিটিক্স, গ্র্যাজুয়েটস পুরস্কারসহ জাতীয় সংগীত পরিষদ স্বর্ণপদক।
রুনা লায়লার গাওয়া অসম্ভব জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে ‘দামা দাম মাস্ত কালান্দার’, ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’, ‘পান খাইয়া ঠোঁট লাল করিলাম বন্ধু ভাগ্য হইলো না’, ‘যখন থামবে কোলাহল’, ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’, ‘বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম দেখা পাইলাম না’, ‘যখন আমি থাকবো না গো আমায় রেখো মনে’ ইত্যাদি।