ভারতই ফেভারিট তবে…

ফাইল ফটো

বিশ্বকাপের চলতি আসরে এখনো কোনো ম্যাচ হারেনি ভারত। অস্ট্রেলিয়া কী পারবে রোহিত শর্মার দলকে হারের তেতো স্বাদ দিয়ে শিরোপা উৎসব করতে? অস্ট্রেলিয়ার সাবেক তারকা মাইকেল বেভানের বিশ্বাস ভারতকে হারানোর সামর্থ্য ভালোভাবেই আছে এই অস্ট্রেলিয়ার। প্যাট কামিন্সদের সামর্থ্য থাকলেও রবিবারের ফাইনালে রোহিত শর্মারই দলকেই ফেভারিট মানছেন বেভানও,‘ ভারত পরিষ্কার ফেভারিট, তবে ২০২৩ বিশ্কাপ জয়ের সামর্থ্য আছে অস্ট্রেলিয়ারও।’

 
দশে দশ ভারতের।

টানা জয়ের ফুরফুরে আত্মবিশ্বাস নিয়ে ফাইনাল খেলবেন রোহিত শর্মারা। অন্যদিকে ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে খুব বাজে শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার। কিন্তু দুর্দান্তভোবে ঘুরে দাঁড়িয়ে এরপর টানা আট ম্যাচ জিতে ফাইনালের টিকিট কাটে প্যাট কামিন্সের দলও। শিরোপার মঞ্চে উঠতে পারাটাই বেভানের কাছে অনেক বড় অর্জন।

তবে শিরোপা জিততে হলে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার আরো উন্নতি করা দরকার বলে মনে করেন বেভান। 


এএনআইকে দেওয়া সাক্ষাতকারে অস্ট্রেলিয়ার এই কিংবদন্তী বলেন,‘বিশ্বকাপের ফাইনালে উঠতে পারাটাই বিরাট অর্জন। এমনটা সব সময় ঘটেনা। ফাইনালের দুটি দলই আছে তাদের সেরা ছন্দে।

অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে অস্ট্রেলিয়া দলে এবং যে কোনো সময়ে ওরা ম্যাচের পার্থ্ক্যও গড়ে দিতে পারে। আমার মতে, ব্যাটিংয়ে আরো উন্নতির করা দরকার অস্ট্রেলিয়ার।’ সঙ্গে যোগ করলেন,‘ যেই টস জিতবে তারাই হয়তো প্রথমে ব্যাট করবে কারন,দলটি ব্যাটিংয়ে ভালো। টুর্নামেন্টে ধীরগতির শুরুর পরও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা।’ 

শিরোপার মানদণ্ডে বিশ্বকাপের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া।

এবার নিয়ে তারা ফাইনাল খেলছে অষ্টমবার। আগের সাতবার ফাইনাল খেলে তারা শিরোপা উৎসব করেছে পাঁচবার। ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে রবিবার আহমেদাবাদে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে প্যাট কামিন্সের দল। 


অন্যদিকে দুইবার ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। তবে সর্বশেষ জিতেছে এক যুগ আগে।  বারো বছরের ওই অতৃপ্তি ঘুচিয়ে দেশকে তৃতীয় বিশ্বকাপ এনে দিতে চান রোহিত শর্মারা। ইন্ডিয়া টুডে 

LEAVE A REPLY